আত্মহত্যার প্রবণতা রোধে কাজ করছে ‍‌‌‌‌''বিএসপিও"

সর্বমোট পঠিত : 183 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম জি রাব্বানী আহমেদ বলেন, আত্মহত্যা প্রতিরোধ করার লক্ষ্যে স্কুল, কলেজে সচেতনামূলক কর্মসূচী পালন করে আসছে।

আত্মহত্যা বর্তমান সমাজব্যবস্থায় একটি জটিল ব্যাধি। দেশব্যাপী আত্মহত্যার প্রবণতা রোধে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সুইসাইড প্রিভেনশন অর্গানাইজেশন (বিএসপিও)। সম্প্রতি তাদের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিভিন্ন সময়ে আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিএসপিও।



স্বেচ্ছাসেবকরা অনলাইন ও অফলাইনে কাজ করছেন। সরাসরি ছাড়াও, অনলাইনের মাধ্যমে হতাশাগ্রস্থ মানুষকে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম জি রাব্বানী আহমেদের পরিচালনা ও উপস্থাপনায় ধারাবাহিকভাবে সাপ্তাহিক ফেসবুক লাইভ অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন এবং নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। চেষ্টা করেন অনুপ্রেরণা দেয়ার।

​​​​​​​


সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা এবং ঝড়ে পরা শিক্ষার্থীদের স্কুলমুখী করাও তাদের সামাজিক কার্যক্রমের একটি লক্ষ্য।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম জি রাব্বানী আহমেদ বলেন, আত্মহত্যা প্রতিরোধ করার লক্ষ্যে স্কুল, কলেজে সচেতনামূলক কর্মসূচী পালন করে আসছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি