গাইবান্ধায় এক কৃষককে গলা কেটে হত্যা

সর্বমোট পঠিত : 96 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।


গাইবান্ধার সাদুল্লাপুরে সুরত আলী প্রামাণিক নামে (৬২) এক বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাদুল্লাপুর সরকারী ডিগ্রী কলেজ সংলগ্ন ঘাঘট নদীর বাঁধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে সাদুল্লাপুর থানা পুলিশ।

নিহতের বাড়ি সাদুল্লাপুর উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরান লক্ষীপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে। এ সময় হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে বাঁধের পাশের জমিতে রক্তাক্ত অবস্থায় গলাকাটা একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, রাতের আধারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বাজার করতে সাদুল্লাপুর বন্দরে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। রাতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাকে শনাক্ত করে স্বজনরা।নিহত সুরত আলীর ছেলে রফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের জানান, পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিও জানান তারা।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি