শেরপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মনোনীত হলেন ডিবির এসআই রফিকুল

সর্বমোট পঠিত : 238 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

মাদক মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে মানবিক ও জনবান্ধব পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানে বিশেষ অবদান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারকরায় জেলা পুলিশের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা পেলেন শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপ পুলিশ পরিদর্শক (এসআই) বীর মুক্তিযোদ্ধা সন্তান মো রফিকুল ইসলাম।


মাদক মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে মানবিক ও জনবান্ধব পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানে বিশেষ অবদান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারকরায় জেলা পুলিশের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা পেলেন শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপ পুলিশ পরিদর্শক (এসআই) বীর মুক্তিযোদ্ধা সন্তান মো রফিকুল ইসলাম।

২৪ শে জানুয়ারি মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএম এ সম্মাননা পদক প্রদান করেন এস আই মো রফিকুল ইসলাম কে।
সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।


পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএম তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

উক্ত সভায় জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ, পিবিআই, সিআইডি'র প্রতিনিধি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এসআই মো রফিকুল ইসলাম এর আগে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে
দীর্ঘ সময় সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব পালনকালে তিনি মাদক উদ্ধার ও জেলা জুড়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করে প্রশংসার জোয়ারে ভাসে জামালপুর জেলাবাসীর মাঝে। উজ্জ্বল করে জামালপুর জেলা ডিবি পুলিশের ভাবমূর্তি।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মো রফিকুল ইসলাম কে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা প্রদান করায় শেরপুর জেলা পুলিশকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সালেহ মো নুরুল ইসলাম হিরো, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমিনুল ইসলাম,যুদ্ধাহত খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিকবার কমান্ডার জহরুল হক মুন্সী, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা সহ বিশিষ্টজনরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি