মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হলেন 

মতিয়া চৌধুরী সংসদ উপনেতা হলেন
সর্বমোট পঠিত : 149 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন৷ এরপর এ প্রস্তাবে সমর্থন জানান আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

একাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মতিয়া চৌধুরীকে উপনেতা মনোনীত করা হয়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সমপাদক ড. আবদুস সোবহান গোলাপ ১২ জানুয়ারী রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জাতীয় সংসদ ভবনের নয়তলায় সরকার দলীয় সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছর ১১ সেপ্টেম্বরও একাদশ জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা যান। সাজেদ চৌধুরী স্থলাভিষিক্ত করলো মতিয়া চৌধুরী আওয়ামী লীগ।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন৷ এরপর এ প্রস্তাবে সমর্থন জানান আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

আওয়ামী লীগের সংসদীয় দলের এ সিদ্ধান্ত অনুযায়ী সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম স্পিকারকে জানানো হবে। এরপর সংসদ সচিবালয় থেকে দুই/এক দিনের মধ্যে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি