রিক্সায় চরে অফিসে প্রথম পা রাখলেন তরুন শিল্পপতি জিহানের স্ত্রী ॥ দেয়া হলো ফুলেল শুভেচ্ছা

সর্বমোট পঠিত : 1,814 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ সময় কোম্পানীর কর্মকর্তারা বলেন, আজ আমাদের খুব খুশি লাগছে, আমাদের নতুন ছোট বেগম সাবকে নিয়ে ছোট সাব অফিসে এসেছেন। আজ আমাদের অফিসে অন্যরকম ভাবে আলোকিত। আমরা তাদের জন্য শুভকামনা জানাই।     

শাহরিয়ার শাকির : 
ইদ্রিস গ্রুপ অব কোম্পানী লিমিটেড এর পরিচালক তরুন শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের নববধু নুসফাত সুমাইরা রিক্সায় চড়ে কোম্পানীর অফিস এসে প্রথম পা রাখলেন। আর তার আগমনে কোম্পানীর কর্মকর্তাগণ নববধু ছোট বেগম সাবকে ফুলের শুভেচ্ছা জানালেন। 



তরুন শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের বিয়ের পর নানা আনুষ্ঠানিকতা শেষে ২ জানুয়ারী বিকেলে তিনি স্ব-স্ত্রীক প্রথম তার নিজস্ব অফিস কক্ষে আসেন। আসেন রিক্সায় ওঠে। যা সবাই দেখেন এবং আনন্দ উপভোগ করেন সবাই। এ সময় সাথে ছিলেন তার মা ও কোম্পানীর চেয়ারম্যান বেগম রেহানা ইদ্রিস। 
নববধুর আগমনে ফুলেল শুভেচ্ছা জানান, মো; জাহাঙ্গীর আলম, ডিএমডি মুতাসিন বিল্লাহ আরিফ, কোম্পানীর সেলস বিভাগের প্রাধন লুৎফর রহমান ঠান্ডা, চেয়ারম্যানের পিএ মো: কামরুজ্জামান রিপন।


​​​​​​​

এ সময় প্রথম আগমনের সময় নববধু নুসফাত সুমাইরা সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় কোম্পানীর কর্মকর্তারা বলেন, আজ আমাদের খুব খুশি লাগছে, আমাদের নতুন ছোট বেগম সাবকে নিয়ে ছোট সাব অফিসে এসেছেন। আজ আমাদের অফিসে অন্যরকম ভাবে আলোকিত। আমরা তাদের জন্য শুভকামনা জানাই।     

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি