এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃত আলীমের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শেরপুরে গাঁজার গাছসহ যুবক আটক





শেরপুরে একটি গাঁজার গাছসহ মো. আব্দুল আলীম (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সারাইকাকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলীম সদর উপজেলার ধলাকান্দা এলাকার মো. আকবর আলীর ছেলে। শুক্রবার দুপুরে তাকে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার সারাইকারকান্দা এলাকায় অভিযান চালায় র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় স্থানীয় মোহাম্মদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে গোরস্থান সংলগ্ন এলাকা থেকে ৯ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজার গাছসহ আব্দুল আলীমকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃত আলীমের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য