ফেসবুকে শহীদদের শয়তান বলে কটূক্তি সৈয়দপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তানদের মানববন্ধন

সর্বমোট পঠিত : 104 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কুখ্যাত রাজাকার নঈম খানের পুত্র দিলনেওয়াজ খান কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুক্তিযুদ্ধে শহীদদের শয়তান ও তাঁদের সন্তানদের পিঁপড়ার মত পায়ে পিষে মারার হুমকি’র প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের স্বাধীনতা ভবনের সামনে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ ওই মানববন্ধনের আয়োজন করে।


কুখ্যাত রাজাকার নঈম খানের পুত্র দিলনেওয়াজ খান কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুক্তিযুদ্ধে শহীদদের শয়তান ও তাঁদের সন্তানদের পিঁপড়ার মত পায়ে পিষে মারার হুমকি’র প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের স্বাধীনতা ভবনের সামনে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ ওই মানববন্ধনের আয়োজন করে।

বেলা ১১টা ঘন্টাব্যাপী মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা,তাদের পরিবারের সদস্য,প্রজন্ম ’৭১ এর সদস্য-সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে দাবি আদায়ে হরতাল, অবরোধ ও অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

মানববন্ধন চলাকালে বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল হক সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু,বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহ উদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,শহীদ সন্তান ইসরাত জাহান কলি, শহীদ সন্তান মোনায়মুল হক, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক এম আর আলম ঝন্টু, বঙ্গবন্ধু পরিষদের নীলফামারী জেলার সাধারণ সম্পাদক মুজিবুল হক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড রুহুল আলম মাস্টার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন প্রামানিক, আওয়ামী লীগ নেতা সাংবাদিক মোত্তালেব হোসেন হক, গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, এর আগে একই ঘটনার প্রতিবাদে গত ২২ নভেম্বর সংবাদ সম্মেলন করা হয়। আর ওই সংবাদ সম্মেলন থেকে ওই রাজাকার পুত্রকে সাতদিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে আলটিমেটাম ঘোষণা করেছিল মুক্তিযোদ্ধা ও শহীদদের সন্তানরা। গত ২৯ নভেম্বর ছিল ওই আলটিমেটামের শেষ দিন। পুলিশ রাজাকার পুত্র দিলনেওয়াজকে গ্রেফতার না করায় গতকাল মানববন্ধন করা হয়। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি