ঝিনাইগাতী‌তে ট্যাফে ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

ঝিনাইগাতী‌তে ট্যাফে ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু
সর্বমোট পঠিত : 50 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রেজাউলের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেরপুরের ‌ঝিনাইগাতী‌তে মাটি বোঝাই একটি ট্যাফে ট্রাক্টর উল্টে চাপা পড়ে ট্রলিটির চালক নিহত হয়েছেন।  বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম (৪৫) উপজেলার মধ্য দুপুরিয়া গ্রামের কাবুল আকন্দের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রেজাউল দুপুরিয়া গ্রামের পাকা সড়ক সংলগ্ন এলাকা থেকে মাটি বোঝাই ট্যাফে ট্রাক্টর নিয়ে পার্শ্ববর্তী মাদারপুর গ্রামে রওনা দেন। এসময় স্থানীয় তোতা মেম্বারের বাড়ীর পাশে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এসময় রেজাউল নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি পুকুরে লাফ দিলেও তার শেষরক্ষা হয়নি। ট্রলিটিও রেজাউলের ওপর উল্টে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রেজাউলের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি