ময়মনসিংহে বোরো আবাদের শুরুতে চুরি যাওয়া ২১ সেচপাম্প মোটর উদ্ধার, গ্রেফতার-২

ময়মনসিংহে বোরো আবাদের শুরুতে চুরি যাওয়া ২১ সেচপাম্প মোটর উদ্ধার, গ্রেফতার-২
সর্বমোট পঠিত : 116 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এছাড়াও কোতোয়ালী মডেল থানার অফিসারবৃন্দ বিভিন্ন অভিযানে অন্যান্য মামলায় গত ২৪ ঘন্টায় আরো গ্রেফতার ০৯জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতিটি ইঞ্চি জায়গা চাষাবাদের আওয়াতায়

আনার আহবান জনিয়েছেন। ইত্যবসরে ময়মনসিংহে বিভিন্ন স্থানে সেচপাম্প মোটর

চুরির খবর পাওয়া যায়। কৃষকের এই দুর্ভোগের কথা চিন্ত করে ময়মনসিংহ

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা শাহ কামাল আকন্দ বিশেষ অভিযানে

নামেন।  ২৩ নভেম্বর অভিযানে শহরতলীর চরাঞ্চলের জয়বাংলা বাজার ও

তারাকান্দার খামারের বাজার হতে সেচ পাম্প মোটর চুরির অভিযোগে ২জনকে

গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২১টি সেচপাম্প মোটর উদ্ধার করেছে।


কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা শাহ কামাল আকন্দ জানান,

এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ২৩ নভেম্বর একটি টীম কোতোয়ালী

মডেল থানাধীন জয়বাংলা বাজার এবং তারাকান্দা থানাধীন খামারের বাজার হতে

সেচ পাম্প মোটর চুরির আসামী তারাকান্দা থানার পলাশকান্দা গ্রামের

আজাহারুল ইসলাম (২২), ও কোতুয়ালী থানার ভবানীপুর গ্রামরে  সাব্বির(২৬)

গ্রেফতার করা হয়েছে। আসামীদের দেখানো মতে নিজস্ব শরীফ এন্টার প্রাইজ

ইলেকট্রনিক্স নামক দোকান হতে বিভিন্ন কোম্পানীর পুরাতন মোটর ০২টি ০২

ঘোড়া, ১১টি দেড় ঘোড়া, ০৮টি ০১ ঘোড়া মোট ২১টি পুরাতন মোটর যার সর্বমোট

মূল্য ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।


এছাড়াও কোতোয়ালী মডেল থানার অফিসারবৃন্দ বিভিন্ন অভিযানে অন্যান্য মামলায়

গত ২৪ ঘন্টায়  আরো গ্রেফতার ০৯জনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি