সংবাদ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কানাশাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়াকে দোষী সাব্যস্ত করে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুরে মাদক কারবারির ১১ মাসের কারাদণ্ড





শেরপুরে হেরোইন রাখার অভিযোগে এক যুবককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮)। তিনি নকলা উপজেলার মাউরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা বাজার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত রাসেলকে জেলা কারাগারে পাঠানো হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকায় এক মাদক কারবারি বিক্রির উদ্দেশে মাদক নিয়ে ঘোরাফেরা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কানাশাখোলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় প্রথমে রাসেল মিয়াকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
সংবাদ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কানাশাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল মিয়াকে দোষী সাব্যস্ত করে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন দণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য