শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ জহুরুল কসাই গ্রেফতার 

শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ জহুরুল কসাই গ্রেফতার 
সর্বমোট পঠিত : 56 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ডিবির এস আই মো সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত জহুরুল কসাই দীর্ঘদিন যাবত  মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে পার্শ্ববর্তী বকশীগঞ্জ, শ্রীবরদী ও শেরপুর জেলার বিভিন্ন থানায়  ১৪ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সোমবার সকালে  শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। 

শেরপুরের শ্রীবরদীতে গোয়েন্দা পুলিশ ডিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ মাদক মামলার আলোচিত আসামী মাদক সম্রাট জহরুল হক ওরফে জহরুল কসাই (৪৪) কে গ্রেপ্তার করা হয়েছে।  
গ্রেফতারকৃত মাদক সম্রাট জহুরুল কসাই শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চর শিমুলচুড়া এলাকার মকছেদ আলীর ছেলে। 

ডিবি পুলিশ সুএে জানাযায়, ২০ নভেম্বর রবিবার রাতে শেরপুর ডিবির ওসি মুশফিকুর রহমানের দিকনির্দেশনায় এসআই সাইফুল ইসলাম, এএস আই জহরুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভেলুয়ার চর শিমুলচুড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ  জহুরুল কসাইকে গ্রেপ্তার করে। 

ডিবির এস আই মো সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত জহুরুল কসাই দীর্ঘদিন যাবত  মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে পার্শ্ববর্তী বকশীগঞ্জ, শ্রীবরদী ও শেরপুর জেলার বিভিন্ন থানায়  ১৪ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সোমবার সকালে  শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। 

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি