পাকিস্তান ফাইনালে যাওয়ায় ভারত কি চাপে?

সর্বমোট পঠিত : 144 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায়ের পথে ছিল পাকিস্তান। বাবর আজমদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিমটিম করে জ্বলছিল। একে একে দুই মিলে যাওয়ায় এখন তারা শেষ চার পেরিয়ে ফাইনালে। ওদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।


টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায়ের পথে ছিল পাকিস্তান। বাবর আজমদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন টিমটিম করে জ্বলছিল। একে একে দুই মিলে যাওয়ায় এখন তারা শেষ চার পেরিয়ে ফাইনালে। ওদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।

ইনজুরি শঙ্কা আছে ইংল্যান্ড শিবিরে। মার্ক উড ও ডেভিড ম্যালান পুরোপুরি ফিট নন। তবু শক্তিশালী দল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কন্ডিশন চেনা তাদের। অন্যদিকে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে মুখিয়ে আছে বিশ্ব।

ভারত ও পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই রব ওঠে যে দুই দল ফাইনালে মুখোমুখি হতে পারে। নিউজিল্যান্ডকে হারানোর পর পাকিস্তান শিবির থেকেই বলা হয়েছে তারা ফাইনালে ভারতকে চান। ম্যাথু হেইডেন চান ভারত-পাকিস্তান লড়াই। কারণ ক্রিকেট বিশ্বে এর আবেদন অনেক বেশি।

এমনকি বিশ্বের ক্রিকেট ভক্তরা ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে ভারতকে প্রত্যাশা করছে। কেবল ইংল্যান্ড ছাড়া। যা বড় ম্যাচের আগে রোহিত-কোহলিদের জন্য বাড়তি চাপের কারণ না হওয়া অস্বাভাবিক। তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চোখ রাখছেন সেমিফাইনালেই।

তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের ক্রিকেটাররা বিপজ্জনক। তারা টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছে। সেজন্যই তারা সেমিফাইনালে। ম্যাচটা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।’ ইংলিশ অধিনায়ক বাটলার বলেছেন, ‘আমরা ভারত-পাকিস্তান ফাইনাল চাই না। সেটা যাতে না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, ঋষভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিশচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি