শেরপুর জেলা যুব মহিলা আওয়ামীলীগের সম্মেলনে শ্যামলি এমপি সভাপতি নির্বাচিত

শেরপুর জেলা যুব মহিলা আওয়ামীলীগের সম্মেলনে শ্যামলি এমপি সভাপতি নির্বাচিত
সর্বমোট পঠিত : 427 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সাত বছর পর শেরপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ নভেম্বর) শনিবার বিকালে শেরপুর জেলা শহরের শহীদ মিনারে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি। যুব মহিলা লীগের এই সন্মেলনকে কেন্দ্র করে স্থানীয় জেলা মহিলালীগ নেত্রী ফাতেমাতুজ্জহুরা শ্যামলির নেতৃত্বে দুপুরে শহরে বিশাল নারী মিছিলসহ ব্যাপক নারী শোডাউনের মাধ্যমে সম্মেলন স্থলে এসে সবার দৃষ্টি কাড়েন। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল আসে সন্মেলনে। এতে বিশাল মহিলা সমাবেশে রুপ নেয়।


সাত বছর পর শেরপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ নভেম্বর) শনিবার বিকালে শেরপুর জেলা শহরের শহীদ মিনারে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপক অপু উকিল এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি। যুব মহিলা লীগের এই সন্মেলনকে কেন্দ্র করে স্থানীয় জেলা মহিলালীগ নেত্রী ফাতেমাতুজ্জহুরা শ্যামলির নেতৃত্বে দুপুরে শহরে বিশাল নারী মিছিলসহ ব্যাপক নারী শোডাউনের মাধ্যমে সম্মেলন স্থলে এসে সবার দৃষ্টি কাড়েন। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল আসে সন্মেলনে। এতে বিশাল মহিলা সমাবেশে রুপ নেয়।

জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালসহ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সন্মেলন স্থলে কয়েক হাজার মহিলা নেতাকর্মী অনুষ্ঠানের অপু উকিল ও হুইপ আতিউর রহমান আতিককে ফুলেল শুভেচ্ছা জানান।


জানা গেছে সর্বশেষ ২০১৫ সালের মার্চ মাসে যুব মহিলালীগের সন্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। সাত বছর পর আবার যুব মহিলা আওয়ামীলীগের সম্মেসলন অনুষ্ঠিত হলো।

সম্মেলনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে অধ্যাপক অপু উকিল সকলের মতামতের ভিত্তিতে এড.ফাতেমাতুজ্জহুরা শ্যামলিকে সভাপতি ও মাহবুবা রহমান শিমুকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করেন। পরবর্তীতে এ পূর্নাঙ্গ কমিটি করা হবে বলে জানান তিনি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি