শেরপুরে বিতর্ক কর্মশালা

শেরপুরে বিতর্ক কর্মশালা
সর্বমোট পঠিত : 198 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত এ বিতর্ক কর্মশালায় ওই বিদ্যালয় ছাড়াও পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এবং মডেল গার্লস ইনস্টিটিউশনের ৮০ জন ক্ষুদে বিতার্কিক অংশগ্রহণ করে।

‘যুক্তিতেই মুক্তি’-এমন শ্লোগানে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানমনষ্ক, আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে এক সেমিনার ও বিতর্ক কর্মশালা হয়েছে। ৩১ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমে অনুষ্ঠিত এ সেমিনার ও বিতর্ক কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো। 

প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজ- এর সভাপতিত্বে এতে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কষ্ণ বসু, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে ভালো বিতার্কিক হওয়ার কৌশল, নিয়ম-কানুন, সনাতনি, সংসদীয়, রম্য সহ বিতর্কের প্রকারভেদ এবং বিতর্কের বিভিন্ন খুঁটিনাটি বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। সহকারি শিক্ষক আবু তাে মেন্টরক-এর সঞ্চালনায় এতে প্রশিক্ষণ প্রদান করেন শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশনের বিতার্কিকরা। 

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত এ বিতর্ক কর্মশালায় ওই বিদ্যালয় ছাড়াও পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এবং মডেল গার্লস ইনস্টিটিউশনের ৮০ জন ক্ষুদে বিতার্কিক অংশগ্রহণ করে। 


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি