১৫ নভেম্বর থেকে ফের অফিস শুরু সকাল ৯টায়

সর্বমোট পঠিত : 121 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, স্বায়ত্বশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন।


আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, স্বায়ত্বশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা বলেন। 


মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া ২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন বলে জানান তিনি।

এর আগে গত আগস্ট মাসে বিদ্যুতের সংকটের কারণে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৮ দিন পড়েছে শুক্র এবং শনিবার।

এসময় ডেংগু নিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ডেংগু বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন কেবিনেট। সবার বাড়িঘর পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর এলাকাকে পরিষ্কার রাখার নির্দেশ দেয়া হয়েছে। সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি