বগুড়ায় শেখ রাসেল দিবসে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ

বগুড়ায় শেখ রাসেল দিবসে বৃক্ষরোপণ ও ফলজ চারা বিতরণ
সর্বমোট পঠিত : 62 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

আলোচনা সভা পরবর্তী অনুষ্ঠানে স্থানীয় দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ১’শ জন কৃষককে ২ কেজি করে জিংক ও প্রোটিনসমৃদ্ধ বঙ্গবন্ধু-১০০ জাতের ধানবীজ ও সার সুপারিশ কার্ড দেয়া হয়েছে। পরিশেষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. গোলাম মওলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৩ শতাধিক মানুষের উপস্থিতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরের কৈচড় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, বিনামূল্যে ফলজ চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

ডাক্তার গোলাম রব্বানী মানিক এর আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বগুড়া।

মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদারকরণের (এসআরএসআরএফ) প্রকল্প পরিচালক ড. আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সোনার বাংলা গড়ার যাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতিটি সদস্যের ভূমিকার কথা তুলে ধরেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাসহ তার পরিবারের অন্য সদস্যদের সাথে ছোট্ট শিশু শেখ রাসেলকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তিনি সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শোক কে শক্তি করে তিনি দেশের উন্নয়নের সকলের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহŸান জানান। 

সফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে এগিয়ে নিতে যে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন তা কোন সরকারের আমলেই কেউ নেয়নি। তাই কৃষিপ্রধান এই বাংলাদেশে সর্বদা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে তিনি কৃষি জমির উপর্যুক্ত ব্যবহার করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনে কৃষকদের চাষাবাদ করতে উদ্বুদ্ধ করেন এবং মাটি সম্পর্কিত বিষয়ে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তৃণমূল পর্যায়ে যে ভূমিকা তিনি তার ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উৎপল কুমার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম এবং আঞ্চলিক কার্যালয় বগুড়ার বৈজ্ঞানিক কর্মকর্তা তৌফিকা তাহেরি। আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া আরডিএ এর পরিচালক ফেরদৌস আলম, দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, বিএডিসি’র উপ-পরিচালক শফিউল আলম, ফাঁপোড় ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান এবং এলিজা নাসরিন লিজা।  

আলোচনা সভা পরবর্তী অনুষ্ঠানে স্থানীয় দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ১’শ জন কৃষককে ২ কেজি করে জিংক ও প্রোটিনসমৃদ্ধ বঙ্গবন্ধু-১০০ জাতের ধানবীজ ও সার সুপারিশ কার্ড দেয়া হয়েছে। পরিশেষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. গোলাম মওলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৩ শতাধিক মানুষের উপস্থিতিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি