সাকিবকে পেয়ে চনমনে বাংলাদেশ দল

সর্বমোট পঠিত : 243 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

অনেক বিতর্কের পর সাকিব আল হাসানকে পেল বাংলাদেশ দল। আজ নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন টি২০ অধিনায়ক। সাকিবকে পেতে পুরো দলের মন-মানসিকতাই পরিবর্তন হয়ে গেছে জানালেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ অনুশীলন শেষে মিরাজ এমন কথাই বলেছেন।


অনেক বিতর্কের পর সাকিব আল হাসানকে পেল বাংলাদেশ দল। আজ নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন টি২০ অধিনায়ক। সাকিবকে পেতে পুরো দলের মন-মানসিকতাই পরিবর্তন হয়ে গেছে জানালেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ অনুশীলন শেষে মিরাজ এমন কথাই বলেছেন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়ে সরাসরি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। তবে ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে ক্রাইস্টচার্চে যেতে পারেননি তিনি। তবে সমস্ত শঙ্কা কাটিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরুর একদিন আগেই সাকিব যোগ দিয়েছেন দলের সঙ্গে।

সিপিএলের কারণে বাংলাদেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজও খেলা হয়নি সাকিবের। ত্রিদেশীয় সিরিজে সাকিবের থাকা তাই দলকে পরিপূর্ণ করেছে বলে মনে করছেন মিরাজ, ‘সাকিব ভাই আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন। এটা বড় একটা সুবিধা। ওনাকে ছাড়া সর্বশেষ সিরিজ খেলেছি। এখন দল পরিপূর্ণ হয়েছে। সবাই একসঙ্গে অনুশীলন করে মাঠে নামতে পারব। ’

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যু হ্যাগলি ওভালে তুষার ঝরেছে। তাপমাত্রা নেমে এসেছিল ১ ডিগ্রি সেলসিয়াসে। তবে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ম্যাচের দিন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াল থাকেব। সেই তাপমাত্রাও বাংলাদেশের জন্য বিরুদ্ধই বটে। তবে অনুশীলন ঠিকঠাক করতে পাড়ায় আশাবাদী বাংলাদেশ।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে টাইগাররা। কন্ডিশন প্রতিকূল হওয়ায় অনুশীলন সেশনে কষ্টকর হলেও আশার কথা শুনিয়েছেন মিরাজ, ‘আমাদের অনুশীলন ভালো হয়েছে। যে তিন দিন অনুশীলন করেছি, খুবই ভালো অনুশীলন হয়েছে। খুব বেশি ঠান্ডার কারণে অনুশীলন সেশন সহজ ছিল না। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে। এটা দলের জন্য খুব ইতিবাচক। ’

অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ শুরুর আগে এটাই বাংলাদেশের শেষ টি২০ সিরিজ। প্রতিপক্ষ দল দুটি এই ফরম্যাটে বেশ শক্তিশালী হলেও ভালো খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াটাই টাইগারদের লক্ষ্য। মিরাজ বলেন, ‘বিশ্বকাপের আগে এমন একটা ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো খেলেছে, এশিয়া কাপেও ভালো খেলেছে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে খেলব। বড় দুটি দলের বিপক্ষে খেলব, এখানে ভালো খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। ’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি