পরিবেশ বিপর্যয় রোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে তরুণ প্রজন্ম: সবুজ আন্দোলন

সর্বমোট পঠিত : 188 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের উদ্যোগে আজ ১ অক্টোবর ঢাকা অক্সিজেন স্কুল এন্ড কলেজের কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে " জলবায়ু পরিবর্তন রোধে তরুণ প্রজন্মের ভাবনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবুজ আন্দোলন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহাগ খানের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ বক্তা ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক অভিনেতা উদয় খান। মিটিং সঞ্চালনা করেন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের সদস্য সচিব এইচ এম বাকী বিল্লাহ।


পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের উদ্যোগে আজ ১ অক্টোবর ঢাকা অক্সিজেন স্কুল এন্ড কলেজের কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে " জলবায়ু পরিবর্তন রোধে তরুণ প্রজন্মের ভাবনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সবুজ আন্দোলন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহাগ খানের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। বিশেষ বক্তা ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক অভিনেতা উদয় খান। মিটিং সঞ্চালনা করেন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের সদস্য সচিব এইচ এম বাকী বিল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় রোধে প্রজন্ম কার্যকরী ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায় ও দেশের পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ ক্যাম্পাস গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, সবুজ বাচাও ফুটবল ম্যাচ, পরিবেশ বিষয়ক তর্ক বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, গান ও অভিনয়ের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে।

আলোচনা শেষে মোঃ সোহাগ খানকে সভাপতি,এইচ এম বাকি বিল্লাহকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়। আগামী ৮ অক্টোবর ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সদ্য যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম , নেহাল আহমেদ প্রান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর রাইন আলম,তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অ্যাম্বাসেডর রফিকুল ইসলাম, ঢাকা কলেজের অ্যাম্বাসেডর মোহাম্মদ শোভন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের অ্যাম্বাসেডর নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ জেলার সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি