দুই শিশুসন্তানই ঘাতক বাবাকে পুলিশে ধরিয়ে দিলো

সর্বমোট পঠিত : 151 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা ফারজানার লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।


ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মারুযাকান্দিতে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আর তার দুই শিশু সন্তানই ঘাক বাবাকে পুলিশে ধরিয়ে দিলো।

পুলিশ জানায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা গ্রামের ফরিদ আহমেদের কন্যা ফারজানা'র (৩০) প্রায় ৯ বছর পুর্বে একই উপজেলার মারুযাকান্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আকরাম হোসেন (৪০) এর সাথে বিয়ে হয়। বিয়ের থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকতো। তাদের ঘরে তিন ছেলে শিশু রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর পারবারিক বিষয়াদি নিয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মারপিট করলে স্ত্রী ফারজানা অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে ফারজানার বাবা ফরিদ আহমেদকে সংবাদ দিলে তিনি ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে অসুস্থ মেয়েকে তার নিজ বাড়ীতে নিয়া যায় এবং ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ফারজানা ১অক্টোবর সকাল দশটায় মারা যায়। পরে মেয়ের লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানেই মৃতা ফারজানার শিশু ছেলে সাফায়েত (৭) ও ৬ বছরের ছেলে শাহাদত তার বাবা কর্তৃক তার মাকে মারপিটের কথা বলে।

এঘটনা শুনেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। সাথে সাথে তিনি এবং বিট অফিসার ঘটনাস্থলে হাজির হন। সেখান থেকে পালানোর সময় পুলিশের হাতে আটক হয় ঘাতক আকরাম হোসেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা ফারজানার লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি