সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বগুড়া চেলোপাড়ায় সম্প্রীতি সমাবেশ

সর্বমোট পঠিত : 48 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম, বর্ণ, নির্বিশেষে শত শত মানুষের উপস্থিতিতে বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম, বর্ণ, নির্বিশেষে শত শত মানুষের উপস্থিতিতে বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের দক্ষিণ চেলোপাড়ার ইসলামিক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ১ এবং ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সমাবেশে সম্প্রীতির ব্যাখ্যা দিয়ে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন উত্তর বাংলা সারস্বত আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী গৌরানন্দ সরস্বতী, নববৃন্দাবন হরিবাসর কমিটির সভাপতি সাবেক কমিশনার সুকুমার ঘোষ, বগুড়া চেলোপাড়া সর্বজনীন কালী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার রায়, নাটাইপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক লতিফুর রহমান টয়েল, বটতলা মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, হিন্দু ধর্ম সংস্কার সমিতির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকি, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম রঞ্জু, মশিউর রহমান রাঙ্গা, চাষী বাজার ঈদগাহ মাঠ কমিটির আহ্বায়ক বেলাল হোসেন নান্নু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, নববৃন্দাবন হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক সমর দাস, জামেমা জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উত্তর বাংলা সারস্বত আশ্রমের সাধারণ সম্পাদক অনিল পাল, সওদাগরপাড়া জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, চেলোপাড়া সর্বজনীন কালী মন্দিরের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিধান সিংহ, জাতীয় ক্রিড়াবীদ গোপাল তেওয়ারী, খ্রিস্টান ধর্মীয় নেতা পাস্টার গিলবার্ট মৃধা, মাওলানা অলিউল ইসলাম, শ্যামল গোস্বামী মঙ্গল, গনেষ ব্রক্ষ্মচারী, সুরজিৎ ঘোষ, এনজিও কর্মকর্তা ভবেশ চন্দ্র ঘোষ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার বুলবুল প্রমুখ।

সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি ধর্মই শান্তির পথ প্রদর্শন করেন। স্বাধীনতার পর থেকেই এদেশে ধর্মীয় বিধান অনুযায়ী নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছে। এদেশে প্রতিটি ধর্মীয় উৎসব বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়। তাই এই সম্প্রীতি বজায় রাখতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এবং স্ব স্ব ধর্মীয় বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। শারদ উৎসবের মহাপঞ্চমীতে দীর্ঘদিনের সম্প্রীতি স্বনামধন্য এলাকা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে এমন আয়োজনের জন্যে এলাকাবাসী সকলে কাউন্সিলর পরিমল দাস কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও দেশ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সর্বদা সকলে ঐক্যবদ্ধ থাকারও প্রতিশ্রুতি দেন অত্র এলাকার সাধারণ মানুষ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি