মাদক ও সন্ত্রাস প্রতিরোধে যুব সমাজকে ক্রীড়াঙ্গন মুখী করতে হবে- এডি. এসপি শরাফত

সর্বমোট পঠিত : 48 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম বলেছেন, যুব সমাজ ও আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে তাদের ক্রীড়াঙ্গন মুখী করতে হবে। যারা খেলাধুলার সাথে জড়িত থাকে তারা কখনো মাদকের সাথে যুক্ত থাকতে পারেনা।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম বলেছেন, যুব সমাজ ও আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে তাদের ক্রীড়াঙ্গন মুখী করতে হবে। যারা খেলাধুলার সাথে জড়িত থাকে তারা কখনো মাদকের সাথে যুক্ত থাকতে পারেনা।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ মাদক নিমূর্লে সর্বদা জিরো টলারেন্স এবং বগুড়ায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশ পরিবার সর্বদা ঐক্যবদ্ধ এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সাথে যুক্ত কাউকে জেলা পুলিশ ছাড় দেবেনা তাই সময় থাকতে সৎ পথে আসার আহ্বান জানান এই কর্মকর্তা।

বগুড়া ইয়ূথ ফোরামের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের আকাশতারা বগুড়া কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথাগুলো বলেন। জেলা পুলিশের এই কর্মকর্তা যুব সমাজকে ক্রীড়াঙ্গণমুখী রাখতে বগুড়া ইয়ূথ ফোরামের আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান।

বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলীর সভাপতিত্বে এবং বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক ব্যবস্থাপনায় টুর্ণামেন্টের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ। পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি), আস্থা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং রোমাটো’র সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ হাসান, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মঞ্জুয়ারা খাতুন মুন্নি, সমাজসেবক মাহবুবুল আলম, টুর্নামেন্ট পার্টনার ইয়ামাহা শোরুম উত্তরা বাইক সেন্টারের সত্ত্বাধিকারী আবু মোত্তালিব মানিক, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, ২০নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাছির বাপ্পি এবং পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পী। টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন ইয়ূথ লিডার মেহরাব হোসেন তানভীর এবং রিমন প্রাং।

টুর্ণামেন্টে লাল সবুজ স্পোর্টিং ক্লাব পেনাল্টিতে ৪-১ গোলের ব্যবধানে রেড গ্রিণ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরিশেষে বিজয়ী ও পরাজিত দল এবং টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি