পাহাড়ের মাথা আরও উঁচু করে সংবর্ধনায় সিক্ত ওরা

সর্বমোট পঠিত : 86 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সাফ জয়ী পাঁচ নারী ফুটবলার পাহাড়ে ফিরেছেন। পাহাড়ে শিরোপার গৌরব বয়ে এনেছেন। পাহাড়ের মাথা আরও উঁচু করায় বুধ ও বৃহস্পতিবার তারা সংবর্ধনায় সিক্ত হয়েছেন।


সাফ জয়ী পাঁচ নারী ফুটবলার পাহাড়ে ফিরেছেন। পাহাড়ে শিরোপার গৌরব বয়ে এনেছেন। পাহাড়ের মাথা আরও উঁচু করায় বুধ ও বৃহস্পতিবার তারা সংবর্ধনায় সিক্ত হয়েছেন।

সাফ শিরোপা জয়ী ‘পাহাড় কন্যা’ ঋতুপর্না চাকমা, রুপনা চাকমা, মনিকা চাকমা এবং জমজ আনাই ও আনুচিং মগিনী বুধবার রাতে রাঙামাটির কাউখালীর মগাছড়ি পৌছান। ঋতুপূর্নার গ্রামে। আঁতজ বাজি ফুটিয়ে, মশাল জ্বালিয়ে গ্রামবাসী তাদের বরণ করে নেন।

বৃহস্পতিবার সকালে সাফ বিজয়ীদের ঘাগড়া বাজারে বরণ করা হয়। সেখান থেকে আতশ বাজি ফুটিয়ে ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে আনা হয়। যেটা তাদের ‘প্রথম ফুটবল কোটিং’ সেন্টার। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্র দেওয়ান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ, ঘাগড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন ও অন্যরা তখন উপস্থিত ছিলেন।

দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে তাদের ঘাগড়া থেকে ছাদ খোলা গাড়িতে রাঙামাটি শহর নেওয়া হচ্ছে। বিকেল ৪টায় রাঙামাটি স্টেডিয়ামে সংর্বধনা দেওয়া হবে। এই পাহাড় কন্যারা আজ দেশের গর্ব। আর তাদের কারিগর মঘাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর সেন চাকমা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি