প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় আ’লীগের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় আ’লীগের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও কেক কর্তন
সর্বমোট পঠিত : 98 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উদ্বোধনকালে তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জননেত্রী আজ শুধু বাংলাদেশের নেত্রী নয় তিনি বিশ্বনেত্রী যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শেখ হাসিনার হাত ধরেই তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি স্থানে দৃশ্যমান যে উন্নয়ন সাধিত হয়েছে।

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার অন্তর্গত ৬ নং ওয়ার্ড ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরের চেলোপাড়া শাপলা চত্ত¡র এলাকায় দিনব্যাপী রক্তের গ্রুপ নির্নয় ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই কর্মসূচির বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি প্রদীপ কুমার রায়। 

উদ্বোধনকালে তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জননেত্রী আজ শুধু বাংলাদেশের নেত্রী নয় তিনি বিশ্বনেত্রী যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শেখ হাসিনার হাত ধরেই তৃণমূল থেকে শুরু করে দেশের প্রতিটি স্থানে দৃশ্যমান যে উন্নয়ন সাধিত হয়েছে। 

তিনি আরো বলেন, এসডিজি গোল অর্জনে বাংলাদেশের যে সাফল্য তা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা ও নেতৃত্বেই সম্ভব হয়েছে। এছাড়াও ২০৪১ সালের মাঝে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাও একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই সম্ভব বলে তিনি সকলের কাছে জননেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আর্শীবাদ কামনা করেন।

উক্ত কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য রুমানা আজিজ রিংকি, বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি প্রণব ঘোষ ও সাধারণ সম্পাদক এ্যাড. স্বপন সাহা, শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মণ, জেলা যুবলীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) বাপ্পী চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা নির্মল দাস কালু, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বকুল দাস ও সম্পাদক আতিকুল হকসহ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে পলাশ দাস ও অভি দাস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিল্লার ব্যাপারি, নরেন ঘোষ, শিবু পোদ্দার, ধীমান ঘোষ, নূরে আলম, খোকন রায়, ওয়ার্ড যুবলীগ কর্মী শুভ ঘোষ, শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় দাস, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত, কলি কুমার, খোকন দাস, মিলন সাহা, সুজন দাস, প্রিন্স দাস, ভোলা, রিংকু, প্রমুখ। 

এছাড়াও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনায় ছিলেন স্বেচ্ছাসেবী নিবির দাস দীপ্ত, মলি আক্তার, সৌরভ, সামিউলসহ অনেকে। এছাড়াও সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কর্তনের মাধ্যমে তার দীর্ঘায়ু ও আগামীর অগ্রযাত্রায় শুভ কামনা জ্ঞাপন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আয়োজকরা।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি