শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান শহিদুলের মত বিনিময়

সর্বমোট পঠিত : 133 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

শেরপুরের শ্রীবরদীতে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো এডিএম শহিদুল ইসলাম।


শেরপুরের শ্রীবরদীতে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো এডিএম শহিদুল ইসলাম।

২৫ শে সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর ৩ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলোচিত সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মত বিনিময় কালে নৌকার মনোনয়ন প্রত্যাশী শহিদুল বলেন, বিগত জাতীয় সংসদ নিবাচনে শ্রীবরদী ঝিনাইগাতী আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি ছিলাম আমি। দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দেয়নি যাকে মনোনয়ন দিয়েছিলেন তার পক্ষে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে এনেছি। প্রত্যাশা করছি এবার দলের হাই কমান্ড জনমত জরিপ করে আমাকেই দলীয় মনোনয়ন দেবেন। উন্নয়ন ও পরিবর্তনের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হয়েছি আমি। অবহেলিত ও সীমান্তবতী দুটি উপজেলার উন্নয়নে নিজেকে নিবেদিত করতে চাই। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে গণমাধ্যম কর্মীদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মো ফেরদৌস আলী, তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, মো ফরিদুজ্জামান রুবেল, রমেশ সরকার, এজেএম আহসানুজামান ফিরোজ, মো তাসলিম কবির বাবু , মো তারিকুল ইসলাম,প্রমুখ।

এ সময় শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি