নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু
সর্বমোট পঠিত : 164 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সোহাগী উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামের দরিদ্র ভ্যান চালক আনোয়ার হোসেনের তিন মেয়ের মধ্যে সবার বড়। সে নানার বাড়ির এলাকার রুণীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলো।


শেরপুর জেলার নকলায় পুকুরের পানিতে ডুবে সোহাগী আক্তার (৮) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাঁও এলাকায় এ ঘটনটি ঘটে।

সোহাগী উপজেলার উরফা ইউনিয়নের উরফা গ্রামের দরিদ্র ভ্যান চালক আনোয়ার হোসেনের তিন মেয়ের মধ্যে সবার বড়। সে নানার বাড়ির এলাকার রুণীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

পরিবার সূত্রে জানা গেছে, সোহাগী আক্তার তার বাবা-মায়ের সাথে উরফাতে না থেকে, ছোটকাল থেকেই রুনীগাঁও এলাকায় তার নানা মঞ্জুরুল ইসলামের বাড়িতে থাকত। মঙ্গলবার বিকালে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। এমন সময় তাকে দেখতে নাপেয়ে বাড়ির সবাই তাকে খোঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে সোহাগীকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি