কোস্টগার্ডের অভিযানে দু'টি নৌকাসহ ৫০০০ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

সর্বমোট পঠিত : 90 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুটি ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকাসহ ৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে জব্দ করা হয় চোরাই ডিজেল।


কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুটি ইঞ্জিন চালিত স্টীল বডি নৌকাসহ ৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে জব্দ করা হয় চোরাই ডিজেল।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা সংলগ্ন ফতুল্লা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকাসহ ৫ হাজার লিটার চোরাই ডিজেল তেল জ়ব্দ করা হয়।

অভিযান চলাকালীন সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাই তেল পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত চোরাই তেলসহ স্টীলবডি নৌকা পাগলা নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, কোস্টগার্ডের এখতিয়ার ভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাকারবারি, পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।a

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি