আজ ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার মিশনে মাঠে নামবে বাংলাদেশে

সর্বমোট পঠিত : 138 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বয়সভিত্তিক ফুটবল দলে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে এরইমধ্যে গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুবারা। ফাইনালের মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ সময় আজ বিকেল চারটায় মুখোমুখি হবে দু’দল।


বয়সভিত্তিক ফুটবল দলে বরাবরই শক্তিশালী বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে এরইমধ্যে গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুবারা। ফাইনালের মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ সময় আজ বিকেল চারটায় মুখোমুখি হবে দু’দল।

টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে বাংলাদেশ । অন্যদিকে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। দিনের অন্য সেমিফাইনালে নেপাল মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

বয়সভিত্তিক দলে বরাবরই বাংলাদেশকে ভুগায় ভারত। এ ম্যাচেও পল স্মলির দলের সামনে বাধা ভারত। কদিন আগেই অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এবার দারুণ ছন্দে থাকা বাংলাদেশ অধিনায়ক ইমরান খান বদলা নিতে চান সব হারের।

ভারতকে হারাতে বদ্ধ পরিকর বলে ইমরান বলেন, ‘আমরা ভারতকে ফাইনালে চেয়েছিলাম। এখন সেমিফাইনালে পেয়েছি। তাদের হারিয়েই ফাইনালে খেলতে চাই। সবাই খেলার জন্য তৈরি। ভারত শক্তিশালী দল হলেও চাপ নিচ্ছে না বাংলাদেশ। এখানে চাপ নেওয়ার কিছু নেই। আমরা ম্যাচ জিতেই এগিয়ে যেতে চাই। ’

কলম্বোতে এবারের আসরে দারুণ খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারানোর পর পরের ম্যাচে মিরাজুল ইসলামের হ্যাটট্রিক ৫-০ গোলে জয় পায় বাংলাদেশ। এখন সেমিফাইনালেও ভারত বাধা টপকে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই দলটি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি