গাইবান্ধায়-৫ আসনের নৌকার টিকিট পেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন

সর্বমোট পঠিত : 172 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

(সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে।


(সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনকে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।এই নির্বাচনে ১০ জন প্রার্থী দলের মনোনয়ন ফরম কিনেছিলেন। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলা নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত।

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শুন্য হয়। নৌকার মনোনয়ন পাওয়া মাহমুদ হাসান রিপন বর্তমানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য।

গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে গত ২২ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। এরপর, গত ২৪ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।এছাড়াও বৈঠকে ৬১ টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দেয়ার সিধান্ত আসতে পারে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি