গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে আ.লীগের ১০ জন মনোনয়ন প্রত্যাশী

সর্বমোট পঠিত : 97 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর গাইবান্ধা- ৫ (সাঘাটা-ফুলছড়ি) শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এ নির্বাচনে গত বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত ঢাকায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার ছিলো শেষ দিন। শেষ দিন পর্যন্ত আওয়ামীলীগের ১০জনের মনোনয়ন প্রত্যাশীর ফরম জমা পরেছে মনোনয়ন বোর্ড দপ্তরে।


নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর গাইবান্ধা- ৫ (সাঘাটা-ফুলছড়ি) শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এ নির্বাচনে গত বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত ঢাকায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার ছিলো শেষ দিন। শেষ দিন পর্যন্ত আওয়ামীলীগের ১০জনের মনোনয়ন প্রত্যাশীর ফরম জমা পরেছে মনোনয়ন বোর্ড দপ্তরে।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন,সাবেক প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী বুবলী, সাবেক প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর ভাইয়ের স্ত্রী ছন্ধ্যা রাব্বি, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামশীল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল আমিন,ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি মাহাবুর রহমান লিটল, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন, আওয়ামীলীগ নেত্রী উম্মে জান্নাতুল ফেরদৌস(শাপলা), সাবেক যুবলীগ নেতা সুশীল চন্দ্র সরকার।

উল্লেখ্য, দুই এক দিনের মধ্যে এ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নাম চুড়ান্ত করবেন মনোনয়ন বোর্ড ।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি