নারী সাফ চ্যাম্পিয়নশিপ সাবিনার জোড়ায় মালদ্বীপকে হারাল বাংলাদেশ

সর্বমোট পঠিত : 55 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নারী সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল বাংলাদেশ দল। আজ নেপালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে গোলাম রব্বানী ছোটনের দল।


নারী সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল বাংলাদেশ দল। আজ নেপালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে গোলাম রব্বানী ছোটনের দল।

দলের জয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। দলের পক্ষে অপর গোলটি মাসুরা পারভীনের।
দিনের অন্য খেলায় ৮ বছর পর ফুটবলে ফেরা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নারী দলকে একই ব্যবধানে হারিয়েছে ভারত।

আজ বিকেলে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ছেলেরা মালদ্বীপের জালে দিয়েছে ৫ গোল। সন্ধ্যায় নারীরা এত বড় ব্যবধানে জিততে না পারলেও পুরো ম্যাচেই দেখিয়েছে আধিপত্য।

প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন সাবিনা খাতুন। দুই মিনিট পর আবার গোল। এবার গোলদাতা মাসুরা পারভীন। অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে।

প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হয়েছিল মেয়েরাও বেশ বড় ব্যবধানে জিততে চলেছে। তবে দ্বিতীয়ার্ধে কোনো গোলই বের করতে পারেনি নারীরা। সাবিনা নিজেও আপ্রাণ চেষ্টা করে করতে পারেননি হ্যাটট্রিক। একবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিকের উল্লাস প্রকাশ করেছিলেন সাবিনা। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলবঞ্চিত হন বাংলাদেশ অধিনায়ক।

মালদ্বীপের বিপক্ষে জয়ের ফলে 'এ' গ্রুপে বাংলাদেশ ও ভারত পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে।নারী সাফ চ্যাম্পিয়নশিপ সাবিনার জোড়ায় মালদ্বীপকে হারাল বাংলাদেশ

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি