মোংলায় দি হাঙ্গার প্রজেক্টের ইয়ুথদের উদ্যোগে করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন

দি হাঙ্গার প্রজেক্টের ইয়ুথদ
সর্বমোট পঠিত : 98 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এজন্য করোনার টিকা নেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য দি হাঙ্গার প্রজেক্টের মিঠাখালী ইউনিয়নের ইয়ুথদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে । মিঠাখালী ইয়ুথ টিম সম্মিলিতভাবে এই কর্মসূচি হাতে নিয়েছে। তারা এ কাজ ইউনিয়নের সকলদের রেজিষ্ট্রেশন শেষ অবধি পর্যন্ত চলমান রাখবে । যারা রেজিষ্ট্রেশন করছে তাদেরকে মাস্ক দিয়ে নিয়মিত পরার ব্যাপারেও তাগিদ দিচ্ছে । পাশপাশি তারা এলাকার করোনা রোগীদের বাড়িতে গিয়ে ফ্রিতে ঔষধ পৌছে দিচ্ছে।


মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ইয়ুথ দল একটি সময়পোযোগী উদ্যোগ নিয়েছে। মিঠাখালী ইউনিয়নের যারা এখনো করোনার টিকার রেজিষ্ট্রেশন করেনি তাদের ফ্রি রেজিষ্ট্রেশন এবং করোনা রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ কর্মসূচি গ্রহন করেছে। স্থানীয় টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে  গত ২৮ শে জুলাই  করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন কেন্দ্র গঠন করে । মিঠাখালী ইউনিয়ন মোংলা উপজেলা থেকে একটু দূরে হওয়ায় কারনে এখনো অনেকে বিভিন্নভাবে করোনা টিকা নেওয়ার প্রতি উদাসীনতা এবং আগ্রহের অভাব দেখা গেছে।

এজন্য করোনার টিকা নেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য দি হাঙ্গার প্রজেক্টের মিঠাখালী ইউনিয়নের  ইয়ুথদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে ।  মিঠাখালী ইয়ুথ টিম সম্মিলিতভাবে এই কর্মসূচি হাতে নিয়েছে। তারা এ কাজ ইউনিয়নের সকলদের রেজিষ্ট্রেশন শেষ অবধি পর্যন্ত চলমান রাখবে । যারা রেজিষ্ট্রেশন করছে তাদেরকে মাস্ক দিয়ে নিয়মিত পরার  ব্যাপারেও তাগিদ দিচ্ছে ।  পাশপাশি তারা এলাকার করোনা রোগীদের বাড়িতে গিয়ে ফ্রিতে ঔষধ পৌছে দিচ্ছে।

এছড়া তাদের ৫ জনের টিম রয়েছে যারা  করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যায় তাদের সৎকারের ব্যবস্থা করে। জরুরী কোন রোগীর অক্সিজেনের সংকট পড়লে বাড়িতে গিয়ে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজও করছে।  তাদের এই উদ্যোগ ইতিমধ্যে এলাকাতে ব্যাপক সাড়া ফেলেছে এবং যারা রেজিষ্ট্রেশন আগে করেনি তারা এখন রেজিষ্ট্রশন করছে। মিঠাখালী ইউনিয়নের ইয়ুথ টিমের দলনেতা অনিক মন্ডল বলেন, দি হাঙ্গার প্রজেক্টের বেশ কয়েকটি প্রশিক্ষণে অংশগ্রহন করে আমাদের মধ্যে  সমাজকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জাগ্রত হয়েছে। আমাদের ইউনিয়নে সক্রিয় ২৫ জনের একটি ইয়ুথ টিম রয়েছে। আমরা নিজেরা চাঁদা দিয়ে দলগত উদ্যোগে এ কাজ শুরু করেছি। এখন পর্যন্ত ১৫০ জন রেজিষ্ট্রেশন করেছে। আমরা আশা করি আমাদের সমাজে যারা বিত্তবান আছে তারা এ কাজে এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি