বিজয়নগরের আগুন নিয়ন্ত্রণে

সর্বমোট পঠিত : 270 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে ইলেকট্রনিক্সের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর ১৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রাফি আল ফারুক।


রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে ইলেকট্রনিক্সের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর ১৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রাফি আল ফারুক।

এর আগে বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে আগুন নেভাতে ছয়টি ইউনিট যোগ দিলেও পরে তা বেড়ে ১৩ ইউনিটে দাঁড়ায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিজয়নগরে হোটেল ৭১–এর গলিতে একটি দোতলা ভবনের ওপরে একতলা টিনশেডে আগুন লাগে। প্রথমে কালো ধোঁয়া বের হতে থাকলেও ওই টিনশেডে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন নেভাতে পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট অংশ নেয়। আগুনের তীব্রতা বাড়লে আরও দুটি ইউনিট অংশ নেয়। পরে আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি