গাইবান্ধা জেলা পরিচিতি (জেলা প্রশাসকের ওয়েভ সাইড থেকে নেয়া)

গাইবান্ধা জেলা
সর্বমোট পঠিত : 93 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গাইবান্ধা জেলা সাতটি উপজেলায় বিভক্ত। এগুলো হচ্ছে - গাইবান্ধা সদর উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, ফুলছড়ি উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, পলাশবাড়ী উপজেলা, সাঘাটা উপজেলা এবং সুন্দরগঞ্জ উপজেলা। ভৌগোলিক অবস্থান, অক্ষাংশ ২৫.২৫০ উত্তর, দ্রাঘিমাংশ ৮৯.৫০০ পূর্ব। জনসংখ্যা, ক) পুরুষ-১২,১৪,৫৬৩ জন, (খ) নারী-১২,৫৭,১১৮ জন, মোট=২৪,৭১,৬৮১ জন, শিক্ষার হার, শতকরা ৬৪ ভাগ।

গাইবান্ধা জেলার উত্তরে কুড়িগ্রাম ও রংপুর জেলা, দক্ষিণে বগুড়া ও জয়পুরহাট জেলা, পূর্বে জামালপুর জেলা, তিস্তা ও যমুনা নদী এবং পশ্চিমে রংপুর, দিনাজপুর ও জয়পুরহাট জেলা অবস্থিত।
গাইবান্ধা জেলা সাতটি উপজেলায় বিভক্ত। এগুলো হচ্ছে - গাইবান্ধা সদর উপজেলা, সাদুল্লাপুর উপজেলা, ফুলছড়ি উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা, পলাশবাড়ী উপজেলা, সাঘাটা উপজেলা এবং সুন্দরগঞ্জ উপজেলা। ভৌগোলিক অবস্থান, অক্ষাংশ ২৫.২৫০ উত্তর, দ্রাঘিমাংশ ৮৯.৫০০ পূর্ব। জনসংখ্যা, ক) পুরুষ-১২,১৪,৫৬৩ জন, (খ) নারী-১২,৫৭,১১৮ জন, মোট=২৪,৭১,৬৮১ জন, শিক্ষার হার, শতকরা ৬৪ ভাগ।
পৌরসভার সংখ্যা, ০৪টি, ইউনিয়নের সংখ্যা, ৮১টি, মৌজার সংখ্যা, ১০৯২টি, গ্রামের সংখ্যা, ১৩৯২ টি।
নদীর সংখ্যা, ৫টি, বিলের সংখ্যা, ৮৮টি, মসজিদের সংখ্যা, ৩৬৫২টি, এনজিও’র সংখ্যা, ৪৭টি, খাদ্য গুদামের সংখ্যা, ১১টি, খাদ্য গুদামের ধারণ ক্ষমতা, ৩০,২৫০ মেট্রিকটন, ব্যাংকের সংখ্যা, ৭০টি, টেলিফোন এক্সচেঞ্জ, ৮টি, সিনেমা হল, ২টি, ডাকঘর, ১১৭টি,
মহাবিদ্যালয়ের সংখ্যা, ৭৫টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা, ৩৫৩টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা, ৭৩৭টি, বেসরকারি রেজি.প্রা. বিদ্যালয়ের সংখ্যা(বর্তমানে সরকারী) , ৫১৪টি, মাদ্রাসার সংখ্যা, ২৪০টি, এবতেদায়ী মাদ্রাসার সংখ্যা, ৩৫১টি, মোট জমির পরিমাণ ২১৭০৪০ হে:, আবাদী জমির পরিমাণ ১৬০৩৯৭ হে: সেচযোগ্য, ১৩৯৬৪০ হে:, অনাবাদী জমির পরিমাণ, ৫৬৬৪৩ হে:, গভীর নলকূপের সংখ্যা ৩৪৭টি, অগভীর নলকূপের সংখ্যা ৪১,২৬৬টি, শক্তিচালিত পাম্পের সংখ্যা ৮৩টি, উপজেলা ভূমি অফিস ৭টি, ইউনিয়ন ভূমি অফস ৬৩টি, বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণ (কৃষি) ৪,১১৮,৯৯ একর, বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণ (অকৃষি) ১৮.২৪ একর, আদর্শ গ্রামের সংখ্যা ২৩টি, আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা ৫টি, আবাসন প্রকল্প ৫টি, দারিদ্র বিমোচন প্রকল্প ১টি (উপকারভোগী-১০০০), সায়রাত মহালের সংখ্যা ৩০১টি, হাটবাজারের সংখ্যা ১০৪টি, খাস পুকুরের সংখ্যা ৭২টি, পরিত্যক্ত সম্পত্তির পরিমাণ ১২.৭০৫ একর, অর্পিত সম্পত্তির পরিমাণ ৩,২২২,.৯৬৫ একর, জেনারেল হাসপাতাল ১টি, সরকারী হাসপাতাল ৬টি, এফডব্লিউসি’র সংখ্যা ৫৪টি, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ৬টি, মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র ১টি, টিবি ক্লিনিক ১টি, কুটির শিল্প ১,৪৭,১৯২টি, ক্ষুদ্র শিল্প, ১,৬২১টি, মাঝারী শিল্প, ২টি, বৃহৎ শিল্প ১টি, পশু চিকিৎসালয় ৭টি, কৃত্রিম প্রজনন কেন্দ্র ১৮টি, পশু কল্যাণ কেন্দ্র ১৮টি, গবাদী পশু খামার ৬৬৯টি, মুরগীর খামার ৫৯৬টি, দুগ্ধ খামার ৬৬৯টি, পাকা রাস্তা ৬৮৩.৬২ কি.মি., কাঁচা রাস্তা ২১৭৮.৭৩ কি.মি., এইচবিবি রাস্তা ১৭৬.০৫ কি.মি., রেলপথ ৫৬ কি.মি., হাইওয়ে ৩২.৮ কি.মি., মৎস্য খামার ৬৪টি, মৎস্য পোনা উৎপাদন খামার ২৩৩টি, মৎস্য চাষের আওতাধীন পুকরের সংখ্যা ২৫,৩৮৯টি, বাফার গুদাম, ১টি, ডাকবাংলো ৯টি, হেলিপ্যাডের সংখ্যা ৭টি, রেলওয়ে স্টেশন ১৪টি, কেন্দ্রীয় সমবায় সমিতি ১২টি, কেন্দ্রীয় সমবায় ব্যাংক ১টি, দৈনিক পত্রিকা (৪টি- দৈনিক ঘাঘট, মাধুকর, আজকের জনগণ, জনসংকেত), সাপ্তাহিক পত্রিকা, ৯টি, পাক্ষিক পত্রিকা ১টি।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি