কিশোরগঞ্জের ভৈরবে মানব পাচার চক্রের তিন সদস্য আটক

আটক
সর্বমোট পঠিত : 113 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু দালাল ইটালিতে উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অসহায় বাংলাদেশীদের অবৈধভাবে নৌ-পথ এবং বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে আসছে। যার ফলে তারা প্রতিনিয়ত মৃত্যুসহ বিভিন্ন ধরণের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।


বিশেষ অভিযান চালিয়ে কিশোরগঞ্জের ভৈরবে  থেকে রানা মিয়া (৩০), সাইফ মিয়া (২৩) ও কামাল মিয়া (৬০) নামে মানব পাচার চক্রের সক্রিয় তিন সদস্যকে আটক করেছেন র্যা ব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক হওয়া মানব পাচার চক্রের তিন সদস্যের মধ্যে রানা মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকার, সাইফ মিয়া ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার ও কামাল মিয়া কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের।

আটকের পর সোমবার (২ আগস্ট) বিকালে সংবাদ সম্মেলন করেন র্যা ব-১৪,, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।


সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু দালাল ইটালিতে উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অসহায় বাংলাদেশীদের অবৈধভাবে নৌ-পথ এবং বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে আসছে। যার ফলে তারা প্রতিনিয়ত মৃত্যুসহ বিভিন্ন ধরণের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের জিম্মি করে প্রতিনিয়ত মুক্তিপণ দাবি এবং শারীরিক নির্যাতন করে আসছে। তারা লিবিয়াতে মিথ্যা চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে ৩-৪ লাখ টাকার বিনিময়ে নিয়ে যায়।

পরবর্তীতে বিদেশী মানব পাচার চক্রের সাথে যোগসাজসে তাদের জিম্মি করে নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠিয়ে অতিরিক্ত জনপ্রতি ৬-৭ লাখ টাকা আদায় করে।

বর্ণিত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের আত্মীয়-স্বজনরা বিভিন্ন সময় ভৈরব থানায় মানবপাচার বিরোধী আইনে মামলা রুজু করেছেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি