নকলায় মৃগী নদীর পানিতে ডুবে কৃষকের মৃত্যু

সর্বমোট পঠিত : 82 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, কৃষি শ্রমিক মোফাজ্জল হোসেন নদীর ওপারে ধান লাগানোর জন্য নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ পথে ডুবে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।


শেরপুরের নকলায় পানিতে ডুবে মোফাজ্জল হোসেন (৪৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাজাইকাটা এলাকার ব্রক্ষ্মপুত্রের শাখার মৃগী নদীতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত চান মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক মোফাজ্জল হোসেন ধান রোপনের জন্য আজ সকালে মৃগী সাঁতরিয়ে ওপারে যাওয়ার সময় নদীর মাঝ পথে ডুবে যান। পরে স্থানীয় মোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, কৃষি শ্রমিক মোফাজ্জল হোসেন নদীর ওপারে ধান লাগানোর জন্য নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ পথে ডুবে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি