করোনার উৎস নিয়ে রাজনীতি না: স্বাস্থ্য সংস্থা

সংগৃহীত ছবি
সর্বমোট পঠিত : 111 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এসব তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে চীন। বেইজিং এর অভিযোগ, নিজেদের স্বার্থ হাসিলে করোনা ইস্যুকে চীনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।

করোনার উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মত মহামারি রুখতে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর পরামর্শ তাদের। যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ হাসিলে করোনা ইস্যুতে চীনকে এক তরফা দোষারোপ করে আসছে বলে অভিযোগ করেছে বেইজিং।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এর দু-মাসের মধ্যে উপস্থিতি মেলে যুক্তরাষ্ট্রেও। এর পর থেকেই করোনার উৎস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়তে থাকেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সুর শোনা যায় অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের কণ্ঠে।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে শুরু থেকেই দাবি করে আসছে বেইজিং। বেশ কয়েকটি গবেষণাতেও দেখা গেছে, ডিসেম্বরে উহানে সংক্রমণ শুরুর আগেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপে করোনাভাইরাসের সন্ধান মিলেছে।

এসব তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে চীন। বেইজিং এর অভিযোগ, নিজেদের স্বার্থ হাসিলে করোনা ইস্যুকে চীনের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।

নানজিং ইউনিভার্সিটিজ মেডিকেল স্কুলের গবেষক উও ঝিওয়েই বলেন, চীনের বিরুদ্ধে শুধু দোষারোপ করেই যুক্তরাষ্ট্র শান্ত হয়নি, বৈজ্ঞানিক গবেষণা তদন্তেও হস্তক্ষেপ করছে তারা। কেবল তাদের কথায় দ্বিতীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের সাথে এবিষয়ে কোন আলোচনাই করা হয় নি।

এদিকে, করোনার উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মত মহামারি রুখতে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর পরামর্শ সংস্থাটির। জুলাইয়ের শেষ দিকে উহানে দ্বিতীয় দফা তদন্তকারী দল পাঠানোর প্রস্তাব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে তা খারিজ করে দেয় চীন।

এরআগে, এবছরের মার্চে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়, চীনের বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে করোনা, এসেছে প্রাণী থেকে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি