বিশ্ব ব্যাংকের চাপেও রোহিঙ্গাদের নাগরিক সুবিধা নয়: পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
সর্বমোট পঠিত : 77 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের শরনার্থীর স্বীকৃতি দেয়নি। আগামীতেও দেবে না। জোরপূর্বক বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীকে অস্থায়ীভাবে আশ্রয় দেয়া হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য।

বিশ্ব ব্যাংক চাপ দিলেও রোহিঙ্গাদের নাগরিক সুবিধা দেবে না বাংলাদেশ। প্রতিষ্ঠানটির এমন প্রস্তাব প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি তরান্বিত করতে বিশ্ব ব্যাংককে পাল্টা প্রস্তাব পাঠিয়েছে ঢাকা।

জাতিগত নিধনের মুখে মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকেও অবাধ চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেয়া এবং সমাজে অন্তর্ভূক্ত করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।

এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বাস্তুচ্যুত জনগোষ্ঠীসহ স্থানীয়দের জীবনমান উন্নয়নে ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়। তবে বিশ্ব ব্যাংকের এ প্রস্তাবকে সরাসরি নাকচ করেছে বাংলাদেশ। অসুন্তষ্টি জানিয়ে, পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বব্যাংকের এ ধরনের পরামর্শ অনাকাঙ্খিত।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের শরনার্থীর স্বীকৃতি দেয়নি। আগামীতেও দেবে না। জোরপূর্বক বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীকে অস্থায়ীভাবে আশ্রয় দেয়া হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতের দায়িত্ব বিশ্ব সম্প্রদায়ের। আগামীতেও জাতিসংঘ ও বিশ্ব ব্যাংক এ কাজে তাদের সহায়তা অব্যহত রাখবে বলেও আশা করে বাংলাদেশ।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি