গাইবান্ধায় পালিত হলো বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী

সর্বমোট পঠিত : 89 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।


গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ ৫ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসক (ডিসি) অলিউর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরওয়ার কবিরের নেতৃত্বে উপজেলা পরিষদ, গাইবান্ধা পৌরসভার মেয়র মাতলুবুর রহমানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারিগণ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমানের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু খায়ের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরওয়ার কবির, গাইবান্ধা পৌরসভার মেয়র মাতলুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদাসহ অন্যান্যরা। এছাড়া তার জন্মবার্ষিকী উপলক্ষে জেলার মসজিদ গুলোতে দোয়া ও মিলাদ মাহফিলসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল গত ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন, তিনি আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যিনর্বাহী সদস্য
ছিলেন। ছোটবেলা থেকেই শেখ কামাল ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেট বলসহ বিভিন্ন খেলার প্রতি খুবই
উৎসাহী ছিলেন।

বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্স থেকে প্রশিক্ষণ গ্রহণের পর মুক্তিবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পড়াশোনায় মনোযোগ দেন।

বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল একজন স্নাতকোত্তর (শেষ বর্ষ) পরীক্ষার্থী এবং বাংলাদেশ কৃষক, শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) শাখা জাতীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, যখন তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ২৬ বছর বয়স।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি