বন্ধু দিবসে ভোক্তাদের পার্সোনালাইজড ছবি জেতার সুযোগ দিচ্ছে প্যারাস্যুট অ্যাডভান্সড

প্যারাস্যুট
সর্বমোট পঠিত : 101 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

প্যারাসুট অ্যাডভান্সড সম্পর্কে- প্যারাসুট অ্যাডভান্সড হেয়ার অয়েল দেশের মানুষের পছন্দের চুলের তেলের ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। তেলটি এর গুণগত মান এবং উন্নত গবেষণা এবং বিকাশের জন্যে সর্বপরিচিত। ৫ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক দক্ষতাসম্পন্ন প্যারাসুট অ্যাডভান্সড চুলের যত্ন নিতে ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্যারাসুট অ্যাডভান্সড সময়ের সাথে তাল মিলিয়ে ভোক্তাশ্রেণীর প্রয়োজনের দিক মাথায় রেখে নতুন নতুন পণ্য তৈরি করেছে। এর মধ্যে রয়েছে প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল হেয়ার অয়েল, প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অ্যান্টি হেয়ারফল অয়েল এবং প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা অয়েল। প্যারাসুট অ্যাডভান্সডকে সম্প্রতি নীলসেন বাংলাদেশের পার্টনারশিপে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের দ্বারা পরিচালিত এক গবেষণায় দেশের জনগণের অন্যতম প্রিয় ব্র্যান্ড হিসাবে নির্বাচিত করা হয়েছিল। ২০১৯ সালে এটি দেশের ৬ষ্ঠ সেরা ব্র্যান্ডের স্থান পায় এবং সকলের পছন্দের চুলের তেল হিসাবে নির্বাচিত হয়। প্যারাসুট অ্যাডভান্সড-কে এই দশকের শীর্ষস্থানীয় পাঁচটি ব্র্যান্ডের মধ্যে স্থান দেওয়া হয়েছিল।


এই বন্ধু দিবসে প্যারাস্যুট অ্যাডভান্সড ভোক্তাদের দিচ্ছে একটি পার্সোনালাইজড ছবি এবং ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া
পেইজে ফিচারড হওয়ার সুযোগ

আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় চুলের তেল-এর ব্র্যান্ড ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর প্যারাসুট অ্যাডভান্সড হেয়ার অয়েল। ‘প্যারাসুট অ্যাডভান্সড মজবুত চুল, মজবুত বন্ধন ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইন’-এর সাথে থাকছেন স্বনামধন্য অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং মাসুমা রহমান নাবিলা।  

এই ক্যাম্পেইন এর অংশ হিসেবে টয়া তার বন্ধু নাবিলার জন্য প্যারাসুট অ্যাডভান্সড-এর পক্ষ থেকে একটি পারফেক্ট সারপ্রাইজিং গিফট খুঁজে পাবেন। সেখানে থাকবে প্যারাসুট অ্যাডভান্সড-এর পক্ষ থেকে একটি স্পেশাল ম্যাসেজ সহ নাবিলা ও টয়া’র একটি ডিজিটাল স্পেশাল ছবি। একইভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরাও প্যারাসুট অ্যাডভান্সড-এর ফেসবুক পেইজের ইনবক্সে বা ক্যাম্পেইন অ্যানাউন্সার স্ট্যাটিক ইমেজ সেকশনে তাদের ছবি শেয়ার করে একটি পার্সোনালাইজড ছবি ও বন্ধুদের সাথে ব্র্যান্ডের পেইজে ফিচারড হওয়ার সুযোগও পেতে পারেন।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, ‘প্যারাসুট অ্যাডভান্সড সবসময় মজবুত বন্ধনের অর্থ বহন করে। আর এবারের এই ক্যাম্পেইনটি বন্ধুত্বের মজবুত বন্ধন প্রদর্শনের উদ্দেশ্যেই চালু হয়েছে। ক্যাম্পেইনটির মাধ্যমে এমন একটি প্লাটফর্ম তৈরি হয়েছে যা সকলকে বন্ধুত্বের এই বন্ধন উদযাপন করতে উৎসাহিত করবে।’

ক্যাম্পেইনটির উদ্দেশ্যে নাবিলা বলেন, ‘এমন এক উদ্যোগের সাথে যুক্ত হতে পারার অনুভূতিটি খুবই চমৎকার। আমি প্যারাসুট অ্যাডভান্সড-কে এমন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। শুধু একটি বিশেষ দিনে নয়, বন্ধুত্ব দিবসের এই ক্যাম্পেইন সকলকে প্রতিদিন বন্ধুত্বের এই দৃঢ় বন্ধন উদযাপন করতে উৎসাহিত করবে।’

ক্যাম্পেইন সম্পর্কে অনুভূতি প্রকাশ করে টয়া বলেন, ‘প্যারাসুট অ্যাডভান্সড-এর সাথে বহু বছর ধরে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত। এই বছরের বন্ধুত্ব দিবসের ক্যাম্পেইনটি আসলেই খুব স্পেশাল। আমি এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সুন্দর স্মৃতিময় ছবি ও ম্যাসেজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই উদ্যোগটি অবশ্যই সবাইকে তাদের বন্ধুদের সাথে দৃঢ় বন্ধনের কথা স্মরণ করিয়ে দিবে এবং বন্ধুত্বকে আরও মজবুত করে তুলতে অনুপ্রাণিত করবে।’

প্যারাসুট অ্যাডভান্সড সম্পর্কে-
প্যারাসুট অ্যাডভান্সড হেয়ার অয়েল দেশের মানুষের পছন্দের চুলের তেলের ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। তেলটি এর গুণগত মান এবং উন্নত গবেষণা এবং বিকাশের জন্যে সর্বপরিচিত। ৫ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক দক্ষতাসম্পন্ন প্যারাসুট অ্যাডভান্সড চুলের যত্ন নিতে ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্যারাসুট অ্যাডভান্সড সময়ের সাথে তাল মিলিয়ে ভোক্তাশ্রেণীর প্রয়োজনের দিক মাথায় রেখে নতুন নতুন পণ্য তৈরি করেছে। এর মধ্যে রয়েছে প্যারাসুট অ্যাডভান্সড বেলীফুল হেয়ার অয়েল, প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার অ্যান্টি হেয়ারফল অয়েল এবং প্যারাসুট অ্যাডভান্সড অ্যালোভেরা অয়েল। প্যারাসুট অ্যাডভান্সডকে সম্প্রতি নীলসেন বাংলাদেশের পার্টনারশিপে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের দ্বারা পরিচালিত এক গবেষণায় দেশের জনগণের অন্যতম প্রিয় ব্র্যান্ড হিসাবে নির্বাচিত করা হয়েছিল। ২০১৯ সালে এটি দেশের ৬ষ্ঠ সেরা ব্র্যান্ডের স্থান পায় এবং সকলের পছন্দের চুলের তেল হিসাবে নির্বাচিত হয়। প্যারাসুট অ্যাডভান্সড-কে এই দশকের শীর্ষস্থানীয় পাঁচটি ব্র্যান্ডের মধ্যে স্থান দেওয়া হয়েছিল।

ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে-
১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ২৬টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে। সম্প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে প্যারাস্যুট জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিও সমৃদ্ধ স্টুডিও এক্স ইত্যাদি। মেইড ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং এসব পণ্য ইন্ডিয়া ও নেপালে রপ্তানী করা হয়। ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সেঞ্জের তালিকাভুক্ত একটি কোম্পানি।  

প্রতিষ্ঠানটি মুনাফার ১% করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের শিক্ষা, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং অক্ষমতা দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি