সাংবাদিক সোহানা তুলির লাশ উদ্ধার

সর্বমোট পঠিত : 136 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, নিহত সোহানা বাংলা ট্রিবিউনের সাবেক সাংবাদিক তিনি বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন ও পাশাপাশি মনোহরি নামে একটি ইকমার্স সাইট চালাতেন।


রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে সাংবাদিক সোহানা তুলির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জুলাই) বিকালে বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়।   স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর এক বান্ধবীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

সেখানেই গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ পায় পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে বলে জানায় পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন সোহানা তুলি। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। এরপর কিছু দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম বলেন, নিহত সোহানা বাংলা ট্রিবিউনের সাবেক সাংবাদিক তিনি বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন ও পাশাপাশি মনোহরি নামে একটি ইকমার্স সাইট চালাতেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সোহানা তুলির ছোট ভাই মোহাইমিনুল ইসলাম বলেন, গতকাল যশোর থেকে ঢাকায় এসে এক বন্ধুর বাসায় উঠি। সর্বশেষ গতকাল দুপুরে আপুর সঙ্গে কথা হয়েছিল। বুধবার সকালে উঠে খিলক্ষেতে যাই। সেখানে তিনটার দিকে আব্বু ফোন করে ঘটনা জানান।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি