নানা প্রতিকূলতার মধ্যেও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান, শিক্ষক-শিক্ষার্থীরা খুশি

নানা প্রতিকূলতার মধ্যেও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান, শিক্ষক-শিক্ষার্থীরা খুশি
সর্বমোট পঠিত : 466 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, নির্মাণ সামগ্রির দামের উর্ধগতির মধ্যেও আমরা চেষ্টা করছি দ্রæত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ করার জন্য। সার্বক্ষণিক ভাবে মাননীয় উপাচার্য স্যার আমাকে দিক নির্দেশনা প্রদান করছেন এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী বিভিন্ন সংগঠন, সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিরা নির্মাণ কাজ চলমান থাকায় নানা অসুবিধা সত্তে¡ও আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ত্রিশালে প্রতিষ্ঠিত

বিশ^বিদ্যালয়-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়। যা নজরুল

বিশ^বিদ্যালয় নামে সমাধিক পরিচিত। হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠার ১৬ বছর

পেরিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি দেশে শিক্ষা

সম্প্রসারণে আধুনিক, বাস্তবসম্মত, বিজ্ঞানভিত্তিক ও কর্মমূখী শিক্ষা

কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন-এই তিন উদ্দেশ্যকে

সামনে নিয়ে বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়টিকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে।


প্রায় শুন্য থেকে শুরু করে বর্তমানে শিক্ষক-শিক্ষার্থী,

কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখর থাকে ক্যাম্পাস। ফলে যুগের সাথে তাল

মেলাতে, ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষার পরিবেশ দিতে, আবাসন সুবিধা নিশ্চিত

করতে অবকাঠামো উন্নয়নের ব্যপক প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর সেসব

প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে নজরুল বিশ^বিদ্যালয়ে ব্যাপক মাত্রায় শুরু

হয়েছে অবকাঠামো উন্নয়ন। বর্তমান প্রশাসনের নেতৃত্বে সেসব অবকাঠামো

নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের

প্রত্যক্ষ তত্ত¡াবধান ও নির্দেশনায় কাজে এসেছে গতি। সকল ধরনের

বাঁধা-প্রতিক‚লতাকে উপেক্ষা করে চলছে নিমার্ণকাজ। রাতদিন নির্মাণ

শ্রমিকদের কর্মব্যস্ত সময় পার করতে হচ্ছে। ইতোমধ্যেই দৃশ্যমান হতে শুরু

করেছে ভবনগুলো।


জানতে চাইলে বিশ^বিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক

প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, উপাচার্য স্যারের নির্দেশ মেতাবেক আমরা খুব

তাড়াতাড়ি ক্যাম্পাসকে একটি আধুনিক ও স¥ার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে

চাই। আর সেজন্য ভৌত অবকাঠামো উন্নয়নের কোন বিকল্প নেই। চলমান কাজগুলোকে

নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে করোনা মহামারী কিংবা বর্ষাকালের

প্রতিক‚লতা কোনকিছুই আমাদের কাজকে বাঁধাগ্রস্থ করেনি। ¬¬


বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে, মাত্র ৫ একর আয়তন দিয়ে

শুরু ক্যাম্পাসের পরিসর বর্তমানে ৫৭ একর। ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগ

আছে। নজরুল গবেষণাকে নতুনমাত্রা দিতে প্রতিষ্ঠা হয়েছে ইনস্টিটিউট অব

নজরুল স্টাডিজ। নজরুল প্রাঙ্গণ মুখর থাকে ৮ হাজার ৩৪০ শিক্ষার্থীর

পদচারণায়। আরও কর্মরত আছেন ২০৫ জন শিক্ষক, ১৩৯ জন কর্মকর্তা, ১৯৪ জন

কর্মচারী। শিক্ষার্থীদের আবাসনে রয়েছে ৪টি আবাসিক হল। এগুলো হলো-

অগ্নি-বীণা হল, দোলন-চাঁপা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। প্রায় ৩ হাজারের অধিক

শিক্ষার্থী হলগুলোতে অবস্থান করতে পারেন। শিক্ষক, কর্মকর্তা ও

কর্মচারীদের আবাসনের জন্য রয়েছে ৪টি ভবন ও একটি ডরমিটরি।


কিন্তু এতেই শেষ নয়। শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তাদের চাহিদা মেটাতে

বর্তমান শিক্ষাবান্ধব সরকার নজরুল বিশ^বিদ্যালয়ের দিকে বিশেষ সুনজর দেন।

ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য ৮৪০ কোটি ৫৬ লক্ষ টাকার একটি প্রকল্প জাতীয়

অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন দেন মাননীয়

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। সেই প্রকল্প থেকেই

বর্তমান সময়ে ক্যাম্পাসে চলছে উন্নয়নের সুবিশাল কর্মযজ্ঞ। ক্যাম্পাসের

যেদিকে তাকানো যায় সেদিকেই অবকাঠামোর নির্মাণ কাজ চলমান। সাত-আটটি সাইটে

শ’খানেক শ্রমিক প্রতিদিন নিরলস কাজ করে চলেছে।


বিশ^বিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর থেকে প্রাপ্ত তথ্য

অনুসারে, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ভৌত অবকাঠামো

উন্নয়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমানে ১৩টি ভৌত অবকাঠামো

নির্মাণ কাজ চলমান আছে, আরও ৬টি ভবন নির্মাণ শুরুর প্রাথমিক পর্যায়ে আছে।

নির্মাণাধীন ভবনগুলোর উল্লেখযোগ্য হলো- ২,৯৩২ বর্গমিটার আয়তনে ২য়

প্রশাসনিক ভবন, ৯,৯৬০ বর্গমিটার আয়তনের ১০ তলা ভবন যেখানে পাঁচটি

ইনস্টিটিউট, আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের শ্রেণি কক্ষ এবং আইটি স্পেস

থাকবে, ৮২১ বর্গমিটার আয়তনের ৫তলা অতিথি ভবন নির্মাণ, ৪২,২৯৫ বর্গমিটার

আয়তনের ১০তলা একাডেমিক ভবন, ৫,৩৩৬ বর্গমিটার আয়তনের স্কুল ও কলেজ ভবন

নির্মাণ (নার্সারী হতে দ্বাদশ পর্যন্ত), ১৩,৪৯৮ বর্গমিটার আয়তনের

শিক্ষক-কর্মকর্তার জন্য ১০তলা ইউটিলিটি ভবন নির্মাণ, ৬,৩৪৭ বর্গমিটার

আয়তনের শিক্ষক-কর্মকর্তার জন্য ১০ তলা আবাসিক ভবন নির্মাণ, ১৫৭৩

বর্গমিটার আয়তনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৬ তলা আবাস ভবন নির্মাণ,

৭,৮১১ বর্গমিটার আয়তনের ৩ তলা মাল্টিপারপাস হল কাম টি.এস.সি কাম

জিমনেসিয়াম ভবন নির্মাণ, ১,০১৯ বর্গমিটার আয়তনের চিকিৎসা কেন্দ্রের

উর্ধ্বমুখী সম্প্রসারণ (অফিস, হাসপাতাল ও আবাসিক সুবিধা সম্বলিত), ২,২৫২

বর্গমিটার আয়তনের ইমাম ও মুয়াজ্জিনের আবাসনসহ ৩ তলা মসজিদ নির্মাণ

উল্লেখযোগ্য।


বিশ^বিদ্যালয়ের দৃশ্যমান ভবনগুলো নিয়ে শিক্ষক-শিক্ষার্থী,

কর্মকর্তা-কর্মচারীরাও ভীষণ আশাবাদী। তাদের মতে, এসব ভবনের নির্মাণ কাজ

সমাপ্ত হলে খুব দ্রæতই ক্যাম্পাসের বিদম্যান সমস্যাগুলো অনেকাংশে লাঘব

হয়ে যাবে। সেই সঙ্গে একটি সুষ্ঠু ও নির্মল শিক্ষা-আবাসিক পরিবেশ গড়ে

উঠবে।


ভৌত অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্প সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে

বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, বর্তমান

উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর গত ডিসেম্বরে বিশ^বিদ্যালয়ে যোগদানের

পর বিশ^বিদ্যালয়ের শিক্ষা,গবেষণা ও উন্নয়নের যে মোটো নিয়েছেন সেটি

বাস্তবায়িত হলে এটি একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত

হবে, যা নিয়ে আমরা গর্ব করতে পারবো। তাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ

হাসিনার শিক্ষিত জাতি গড়ার প্রত্যয় সার্থক হবে।


সার্বিক বিষয় নিয়ে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, অবকাঠামোগত

উন্নয়ন আমাদের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের যে মটো তার খুবই পরিপূরক। কারণ

আমাদের এই ক্যাম্পাসকে শিক্ষা বান্ধব করতে গেলে এখানে ছাত্রছাত্রী,

শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। আর এই

ক্যাম্পাসকে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মুখর রাখতে গেলে ২৪

ঘন্টাই তাদের পদচারণা রাখতে গেলে এখানে অবকাঠামোগত উন্নয়ন খুবই জরুরী।


তিনি বলেন, আমরা রাস্তার কাজ হাতে নিয়েছি, প্রাচীরের কাজ হাতে নিয়েছি।

একটি স্মার্ট ক্যাম্পাস গড়বার জন্য যা প্রয়োজন সবই একসাথে শুরু হয়েছে।

আমি আশা করবো আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষায় মনোনিবেশ করবে, শিক্ষকরা

গবেষণায় মনোনিবেশ করবেন, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কাজ সঠিকভাবে

করবে। তাহলেই অবকাঠামোগত উন্নয়ন সফল হবে।


এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, নির্মাণ সামগ্রির

দামের উর্ধগতির মধ্যেও আমরা চেষ্টা করছি  দ্রæত সময়ের মধ্যে প্রকল্প

বাস্তবায়ন কাজ শেষ করার জন্য। সার্বক্ষণিক ভাবে মাননীয় উপাচার্য স্যার

আমাকে দিক নির্দেশনা প্রদান করছেন এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল

সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী  বিভিন্ন সংগঠন, সকল সম্মানিত

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিরা নির্মাণ কাজ চলমান থাকায় নানা অসুবিধা

সত্তে¡ও আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা করছেন।


মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি