শেরপুরে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

শেরপুরে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব
সর্বমোট পঠিত : 181 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক সেট (৫২) টি তাস, ০১ টি চটের বস্তা, জুয়া খেলার নগদ ২৩,০০০/- টাকা এবং ০২ টি মোবাইল ফোন (সীমসহ) উদ্ধার করা হয়।

শেরপুর সদরের মোল্লাপাড়ায় ৩ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।  শনিবার (৩১ জুলাই) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত আসামীরা হলেন, ১। চাঁন মিয়া (২৬), পিতা-মৃত আমির আলী, গ্রাম: ঘিনাপাড়া ২। উজ্জল (২০), পিতা-আক্তার, গ্রাম: ঘিনাপাড়া, ৩। মোঃ সোহেল (২৮), পিতা-মৃত খালেক হোসেন, গ্রাম: শেরীরচর।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জুলাই) রাতে র‌্যাব-১৩, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদরের মোল্লাপাড়া গ্রামের মোঃ আজাদ আলীর বসত ঘরের পশ্চিমপার্শ্বে বাঁশ ঝাড়ের নিচে অভিযান পরিচালনা করে।

এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক সেট (৫২) টি তাস, ০১ টি চটের বস্তা, জুয়া খেলার নগদ ২৩,০০০/- টাকা এবং ০২ টি মোবাইল ফোন (সীমসহ) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। যে কোন সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি