বিদেশি পিস্তল-গুলিসহ গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার

বিদেশি পিস্তল-গুলিসহ গাইবান্ধায় মাদক কারবারি গ্রেফতার
সর্বমোট পঠিত : 122 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জুলাই) রাতে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরিয়া গ্রামের এক বাড়িতে অভিযান পরিচালনা করে।

আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদেশি পিস্তল-গুলিসহ রেজাউল ইসলাম (৩৪) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৩১ জুলাই) রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গাইবান্ধা-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩০ জুলাই) রাতে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরিয়া গ্রামের এক বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় মাদক, চোরাচালানসহ একাধিক মামলার আসামি রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার রেজাউল ইসলাম ঠাকুরগাঁর পীরগঞ্জ উপজেলার বেরচুনা গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রেজাউল ইসলাম দীর্ঘদিন যাবৎ ত্রাসের রাজত্ব করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি