সীমিত পরিসরে শ্যামলবাংলা২৪ডটকম’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সীমিত আকারে এক কেক কাটা অনুষ্ঠিত
সর্বমোট পঠিত : 104 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যাসহ অনুসন্ধানমূলক নানা পরিচ্ছন্ন-সমৃদ্ধ ও ইতিবাচক প্রতিবেদন শ্যামলবাংলাকে অনলাইন মিডিয়া জগতের অনন্য স্থান করে নিয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি ও অবস্থাসম্পন্ন মহলের কোনোরকম পৃষ্ঠপোষকতা ছাড়াই শ্যামলবাংলা২৪ডটকমকে তার পরিবারই এগিয়ে নিয়ে যাচ্ছে। এটিও একটি কঠিন চ্যালেঞ্জ।

২০১৩ সালের ৩১ জুলাই শ্যামলবাংলা২৪ডটকম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। করোনাকালে এবার সীমিত পরিসরে  শেরপুরের পাঠকনন্দিত অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এ উপলক্ষে ৩১ জুলাই শনিবার বিকেলে শহরের বটতলা কালিরবাজারস্থ শ্যামলবাংলা২৪ডটকম’র কার্যালয়ে একেবারেই সীমিত আকারে এক কেক কাটা অনুষ্ঠিত হয়।

শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান, স্বাস্থ্য বিভাগীয় সম্পাদক ডাঃ হাফিজুর রহমান লাভলু, স্টাফ রিপোর্টার জুবাইদুল ইসলাম, মইনুল হোসেন প্লাবন, কোর্ট রিপোর্টার তাজুমুল ইসলাম, ভিডিও এডিটর ও স্টাফ রিপোর্টার জয়ন্ত দে, ট্রেইনি রিপোর্টার নাওয়ার সালসাবিল দুর্দানা, চাইল্ড রিপোর্টার তাশফিয়া তারান্নুম তিফা প্রমুখ।

অনুষ্ঠানে শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক রফিকুল ইসলাম আধার একটি প্রান্তিক জেলা থেকে অনলাইন নিউজপোর্টাল হিসেবে শ্যামলবাংলার প্রকাশনাকে কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় মা, মাটি ও মানুষের কথা বলার দৃঢ় অঙ্গীকার নিয়ে প্রকাশিত শ্যামলবাংলা২৪ডটকম ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে।

উন্নয়ন-সম্ভাবনা ও সমস্যাসহ অনুসন্ধানমূলক নানা পরিচ্ছন্ন-সমৃদ্ধ ও ইতিবাচক প্রতিবেদন শ্যামলবাংলাকে অনলাইন মিডিয়া জগতের অনন্য স্থান করে নিয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি ও অবস্থাসম্পন্ন মহলের কোনোরকম পৃষ্ঠপোষকতা ছাড়াই শ্যামলবাংলা২৪ডটকমকে তার পরিবারই এগিয়ে নিয়ে যাচ্ছে। এটিও একটি কঠিন চ্যালেঞ্জ।

তিনি শ্যামলবাংলা২৪ডটকম’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনপ্রতিনিধি, প্রশাসন, সুশীল সমাজ, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দসহ সচেতন মহলের যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতেই শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক প্রয়াত শাহ আলম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সকলেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি