ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সর্বমোট পঠিত : 621 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে খলিলুর রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার ধানশাইল ইউনিয়ের চাপাজোড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু খলিলুর রহমান ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার আগে শিশু খলিলুর রহমান সকলের অজান্তে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। উদ্ধারের পর দেখা যায় শিশু খলিলুর রহমানের উদ্ধারের অনেক আগেই মুত্য হয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি