থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জ প্রধানমন্ত্রীর উপহারের ঘর ক্ষতিসাধন ও চুরি

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ক্ষতিসাধন
সর্বমোট পঠিত : 220 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

গেলো বৃহস্পতিবার রাতের কোনও এক সময়ে কে বা কাহারা তৈরিকৃত একটি ঘরের বাড়ান্দার কাঠামোসহ তিনটি পিলার ভেঙ্গে ফেলেছে। পাশের আরেকটি ঘরের পিলার ভাঙ্গা। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) শুক্রবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ফরিদা ইয়াসমিন জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর যারা ক্ষতিসাধন করেছে তারা দেশ ও জাতির শত্রু। অচিরেই তাঁদের খুঁজে আইনের আওতায় আনা হবে।

কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রীর উপহারের তৈরিকৃত ঘরের ক্ষতিসাধন ও মটরচুরির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর তৈরির লক্ষে উপজেলার ৩নং ধলা ইউনিয়নের অসহায় দরিদ্র জনগোষ্টীর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-০২ প্রকল্পের ২৪ টি ঘর নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
ওই ইউনিয়ন সংলগ্ন তিনটি সারির প্রতিটিতে ৮টি করে ঘরের কাজ প্রায় শেষের দিকে। উক্ত ঘরের যাবতীয় কাজের তদারকি করছেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে  শুক্রবার অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৮।
মামলার কপি থেকে জানা গেছে, গেলো বৃহস্পতিবার রাতের কোনও এক সময়ে কে বা কাহারা তৈরিকৃত একটি ঘরের বাড়ান্দার কাঠামোসহ তিনটি পিলার ভেঙ্গে ফেলেছে। পাশের আরেকটি ঘরের পিলার ভাঙ্গা। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) শুক্রবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ফরিদা ইয়াসমিন জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর যারা ক্ষতিসাধন করেছে তারা দেশ ও জাতির শত্রু। অচিরেই তাঁদের খুঁজে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, এখানে কোনও পাহারাদার ছিলোনা তাই কিছু দুস্কৃতিকারি এইরকম জঘন্য কাজ করেছে। দ্রুত মেরামতের কাজ চলছে। আজ থেকে ঘর হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রতিদিন পালাক্রমে আনসার সদস্যরা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করবে। সরেজমিনে দেখা যায়, আশ্রয়ন-০২ প্রকল্পের ২৪টি ঘরের মধ্যে প্রায় ২০টি ঘর পুরোপুরি তৈরি এবং বাকি ঘরগুলির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।এর মধ্যে একটি ঘরের বাড়ান্দার কাঠামোসহ তিনটি পিলার ভাঙ্গা।অপর একটি ঘরের বাড়ান্দার একটি পিলার রাতের আঁধারে কে বা কারা ভেঙ্গে ফেলেছে।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি