৩৭তম টেলিভিশন স্পাইস টিভি

পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো স্পাইস টিভি

স্পাইস টিভি
সর্বমোট পঠিত : 127 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

২৮ জুলাই বাংলাদেশ স্যটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসএল)-এর সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিএসসিএলের পক্ষ থেকে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।

বিনোদন ডেস্ক:
৩০ জুলাই (শুক্রবার) রাত ১টা ২০ মিনিটে দেশের ৩৭তম টেলিভিশন হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো স্পাইস টেলিভিশন।   
এর আগে, ২৮ জুলাই বাংলাদেশ স্যটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসএল)-এর সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিএসসিএলের পক্ষ থেকে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।
স্পাইস টেলিভিশনের ডাউনলিংক প্যারামিটার-  স্যাটেলাইট- বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি- ৪৬৮০ মেগাহার্জ, সিম্বল রেট- ৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন- হরাইজন্টাল, মড্যুলেশন- ৮ পিএসকে, এফইসি- ২/৩, কম্প্রেশন: এইচ ই ভি সি (এইচডি)।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি