সরিষাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও তৃতীয় লীঙ্গের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

গৃহহীনদের এত ঘর আর কোনও সরকার দেয়নি- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সর্বমোট পঠিত : 76 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

এখন পর্যন্ত অনেক সরকার এসেছে, কোনও সরকার এত বিপুল পরিমাণ গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়ার কথা চিন্তাও করেনি। গৃহহীন জনগণকে ঘর দেওয়ার প্রক্রিয়া জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের এক অবিস্মরণীয় পদক্ষেপ। গৃহহীনদের এত ঘর আর কোনও সরকার দেয়নি। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।’

সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লীঙ্গের জন্য আশ্রয় প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান। শুক্রবার ( ৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০টি ঘর ও পৌরসভার তাড়িয়াপাড়ায় এলাকায় তৃতীয় লীঙ্গের জন্য ৯টি ঘর পরির্দশন করেন।
করোনা কালীন সময়ে আশ্রয় প্রকল্পের ঘরে অসহায় বসবাসকারীদের মাঝে ত্রান বিতরন ও বৃক্ষ রোপন করা হয়। এ সময় জামালপুর জেলা প্রশাসক মোর্শেদা জামান, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ড.হারুন অর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোভিড-১৯ এর বিনামুল্যে রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়। এ সময় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত অনেক সরকার এসেছে, কোনও সরকার এত বিপুল পরিমাণ গৃহহীনকে ঘর নির্মাণ করে দেওয়ার কথা চিন্তাও করেনি। গৃহহীন জনগণকে ঘর দেওয়ার প্রক্রিয়া জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের এক অবিস্মরণীয় পদক্ষেপ। গৃহহীনদের এত ঘর আর কোনও সরকার দেয়নি। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।’

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি