কিশোরগঞ্জে বইছে নিন্দার ঝড়

রাতের আঁধারে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুর

আশরাফুল ইসলামের ম্যুরাল
সর্বমোট পঠিত : 212 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, যে দুর্বৃত্তরা এ হীন কাজটি করেছে তাদেরকে দ্তরু আইনের আওতায় আনা হউক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জুলাই) কিশোরগঞ্জে রাতের আঁধারে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বত্র বইছে নিন্দার ঝড়।
রাতেই কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহম্মেদ তৌফিক, জেলা প্রশাসক পুলিশ সুপার কিশোরগঞ্জ পৌরসভার মেয়র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ঘটনাস্থল পরিদর্শন করেন।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, যে দুর্বৃত্তরা এ হীন কাজটি করেছে তাদেরকে দ্তরু আইনের আওতায় আনা হউক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুর করেছে কিছু দুষ্কৃতিকারী। সৈয়দ আশরাফুল ইসলামের নামফলক এবং ম্যুরালটির দুই-একটি জায়গার ক্ষতিসাধন করেছে। খবরটি পেয়ে সাথে সাথে পুলিশ সুপার ও মেয়রের সাথে কথা বলেছি। এমন ন্যাক্কারজনক ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাবো।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, কে বা কারা কোনো একসময় সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটিতে আঘাত করার চেষ্টা করেছে এবং কিছু অংশ ভাংচুর করেছে। এটি ন্যাক্কারজনক একটি ঘটনা। এ ঘটনায় আইনি যে প্রক্রিয়া তা নেয়া হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম এবং তার পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ তথা বাংলাদেশের মানুষের এক অনুভূতির নাম। সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল আংশিক ভাংচুর যে বা যারাই করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ, ২০২০ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল নির্মিত হয়।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি