ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ
সর্বমোট পঠিত : 128 বার
জুম ইন জুম আউট পরে পড়ুন প্রিন্ট

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪২জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন এবং নতুন সনাক্ত হয়েছেন ৪২৫ জন। ওয়ান স্টপ ফ্লুকর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৪২০ জন। এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার২৬ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।


ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায়  আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার(৩০জুলাই) পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখ পাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে ৮ জন করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০) ও বাহার উদ্দিন (৬৫), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫) ও মোসলেম উদ্দিন (৭৭), জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২), শেরপুর সদরের রহিমা বেগম (৫০),  নেত্রকোনার বারহাট্টার মালেকা (৭২)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১০জন মারা গেছেন-ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০),আনোয়ারা (৬০), আব্দুলখালেক (৬৮), ফুলপুরের সুলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), জামালপুর সদরের জোবেদা বেগম ( ৫৫), ইসলামপুরের আব্দুর খায়ের (৬১), নেত্রকোনা সদরের রোবিউল (৮০), টাংগাইল সদরের মনি (৫০), মধুপুরের জহর আলি (৮০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৪২জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন এবং নতুন সনাক্ত হয়েছেন ৪২৫ জন। ওয়ান স্টপ ফ্লুকর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন  ৪২০  জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার২৬ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

মন্তব্য

আরও দেখুন

নতুন যুগ টিভি